ক্ষমতা কে কখন পাবেন তা নিয়ন্ত্রন করে মহা পরাক্রমশীল আল্লাহ।

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ১০ জুলাই, ২০১৫, ১১:২৫:০৩ রাত



বারাক হুসেইন ওবামা, জুনিয়র (ইংরেজি: Barack Hussein Obama, Jr.; (জন্ম: ৪ঠা আগস্ট, ১৯৬১) মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপ্রধান। ২০১২ খ্রিস্টাব্দের নভেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। অক্টোবর ৯, ২০০৯ তারিখে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

বারাক ওবামা মার্কিন যুক্তরাস্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। এর আগে তিনি মার্কিন সিনেটে ইলিনয় অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি অথবা সিনেটরের দায়িত্ব পালন করেন। ওবামা ২০০৮ সালের ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন এবং ২০০৯ সালের ২০শে জানুয়ারি শপথ গ্রহণ করেন।



আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে কেনিয়াতে তার আত্মীয় স্বজনদের সাথে।



দুর্ভাগ্য ওবামা এখন সমকামী সমর্থক। ক্ষমতা মানুষকে মাঝে মাঝে অন্ধও করে দেয়।

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329489
১০ জুলাই ২০১৫ রাত ১১:৫৫
অপি বাইদান লিখেছেন : আল্লার প্রতি করুনা, তিনি সমকামী সমর্থক ওবামাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। অথচ গোআজম/নিজামী গং কতই না চেষ্টা করল , কিন্তু নির্বাচনে তাদের কপালে আল্লা ৫ আসনের বেশি বরাদ্দ দেন্নি। আক্ষেপ।
১১ জুলাই ২০১৫ দুপুর ০২:১৩
271842
রাজ্পুত্র লিখেছেন : যারা খারাপ তারা জোর জবরদস্তি করে দুনিয়াতেই কিছু পায় কিন্তু তাদের পরকাল অন্ধকার। তুমিও যে একজন সমকামী তা বোঝা গেল!
329552
১১ জুলাই ২০১৫ বিকাল ০৫:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্ষমতার জন্যই সবাই পাগল।
১৩ জুলাই ২০১৫ দুপুর ০২:৩২
272039
রাজ্পুত্র লিখেছেন : হ্যাঁ ভাই। ক্ষমতা অনেক খারাপ জিনিষ লোভী মানুষের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File