আমরা এক দিনের 'বাঙ্গালী' ও 'বউমেলা'
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ১৪ এপ্রিল, ২০১৫, ১২:০৮:২২ দুপুর
আমরা এক দিনের বাঙ্গালী। কিন্তু এটা কাদের জন্য। আর আমরা একদিনের বাঙ্গালী হব কেন?
গ্রাম বাংলায় পহেলা বৈশাখ বলতে যে উৎসব বোঝায় সেটা মূলত হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন পূজাকে কেন্দ্র করেই হয়ে থাকে। পহেলা বৈশাখে হিন্দুদের যেসব পূজোর কারণে মেলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ‘বউমেলা’।
নারায়নগঞ্জ জেলার জয়রামপুর গ্রামে এই বউমেলা প্রচলিত আছে। পয়লা বৈশাখে শুরু হওয়া এই মেলা পাঁচ দিনব্যাপী চলে। প্রাচীন একটি বটবৃক্ষের নিচে এই মেলা বসে, হিন্দু ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবীর পুজো হিসেবে এখানে সমবেত হয়। হিন্দু ধর্মের কুমারী, নববধূ এবং জননীরা বিশ্বাস করে এ মেলায় অংশ গ্রহণ করলে তাদের মনবাসনা পূর্ণ হবে। মেলা থেকে ফেরার পথে গৃহস্থালির ও নিজের জন্য প্রয়োজনীয় নানান জিনিস কিনে নেন তারা।
এটা স্পষ্ট, পহেলা বৈশাখে শ্বাশত উৎসব বলতে যেটা দাবি করা হচ্ছে, সেটা আসলে হিন্দু ধর্মালম্বীদের উৎসব, যদিও অনেকে না বুঝে সেটাকে সকল বাঙালীর (হিন্দু ও মুসলিম উভয়ের) উৎসব বলে দাবি করে থাকে, যা আসলে ভুল।
পড়তে পারেন: পহেলা বৈশাখে নীচু শ্রেণীর হিন্দুরা উদযাপন করে চড়ক পূজা ।
তথ্যসূত্র:
১. সূত্র:উইকিপিডিয়া
২. পহেলা বৈশাখে নীচু শ্রেণীর হিন্দুরা উদযাপন করে চড়ক পূজা
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদ আসলে মনে তাহারা মুসলমান। কোরবাণির ঈদ আসলে গরু খাইয়া প্রমাণ দিতেই হইবেক, তারা হিন্দুনা মুসলমান প্রমাণ "গরু খায়।"
স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলেই তো মনে করেন ভাই.......... হেরা স্বাধীন মাগার। প্রতিদিন সীমান্তে মানুষ মারে বাংগালি হিন্দি নিয়া বিজি তাই প্রতিবাদের টাইম কই? কিন্তু ইন্ডিয়া ক্রিকেট নিয়া একটু টুট করছে ওমনি_ তাদেরও শক্তি আছে তা প্রমাণ করার জন্য তারা অস্হির।
তেরে বিন ম্যায় ক্যায়সে জিয়ুয়ু....
বাট যেই ২১ ফেব্রুয়ারী আইছে ওমনি বাঙ্গালি........ কেমনে ভুলবার পারি..। আজব জাত। সময় সময়তে এদের পরিচয় চেঞ্জ হয়।
মন্তব্য করতে লগইন করুন