ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতন হচ্ছে কত মর্মান্তিকভাবে!
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ২৭ মার্চ, ২০১৫, ১০:৩৬:৫৪ রাত
সংখ্যালঘু বলতে আমরা বাংলাদেশে শুধু হিন্দুদেরকে বুঝি। কিন্তু ভারতের সংখ্যালঘুরা হচ্ছে মুসলিম। বিশেষ করে বিজেপি সরকার আসার পর, সংখ্যালঘু মুসলিমদের উপর উগ্রহিন্দুদের নির্যাতন সকল মাত্রা ছাড়িয়ে গেছে।
ইউটিউবে একটি ভিডিওটিতে (নীচে লিংক) দেখতে পাবেন, কিভাবে একজন মুসলিম সংখ্যালঘুকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে উগ্রহিন্দুরা নির্যাতন করছে, বাধ্য করছে হিন্দু ধর্ম গ্রহণ করতে। লাঠি দিয়ে পেটাচ্ছে আর বলছে, “বল, জয় শ্রী রাম”, “বল, জয় শ্রী রাম” ‘হিন্দুধর্ম গ্রহণ কর’। কিন্তু সংখ্যালঘু মুসলিম তা বলতে চাইছে না, কিন্তু তাকে চড় থাপ্পর দিয়ে তা বলতে বাধ্য করা হচ্ছে।
ভারত-বাংলাদেশের অনেক মানবতাবাদী সুদূর ইরাক-সিরিয়ার আইএস’র কর্মকাণ্ড দেখে সারাদিন চিৎকার চেচামেচি করেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারতে প্রকাশ্যে সরকারী উদ্যোগে মানবতাবিরোধী কার্যক্রম চলছে, সেই দৃশ্য কারো চোখে পড়ে না। আবার বলছি, ‘সত্যিই দুঃখজনক’।
লিংকটি এখানেও : https://www.youtube.com/watch?v=ZUTTleSdC7E
মুসলমানরা আজ একত্রিত নয় বলেই আমাদের আাজ এ করুন অবস্থা । আমরা সঠিক ইসলাম থেকে আজ বহুদূরে অবস্থান করছি । দিন দিন আরো বহূদূরে সরে যাচ্ছি ইসলামের কাছ থেকে। ভালভাবে বাঁচতে হলে আমাদেরকে সঠিক ইসলাম জানার কোন বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে সঠিক ইসলাম জানার ও সবাইকে জানানোর চেষ্টা করি ।
বিষয়: বিবিধ
১৭০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন