তারেক রহমানের বক্তব্যই কি তাহলে সঠিক ?
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ১৭ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৬:২১ রাত
বাংলাদেশের মানুষ বিএনপি-আওয়ামীলীগ বোঝেনা তারা সত্য ইতিহাস জানতে চায়। কিন্তু সত্য ইতিহাস জানানেরা দায়ীত্ব কার। তা আমরা কেউ জানিনা। ঠিক এইরকম যখন অবস্থা, তখন ৪৪তম বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার ইস্ট লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপির আটদিনের অনুষ্ঠানমালার সপ্তম দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান গতকাল একটি বক্তব্য দিয়েছেন (যার লিংক নিচে দেওয়া হলো)।
ভিডিও লিংক-১
ভিডিও লিংক-২
যেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন একই সাথে যুক্তিও দিয়েছেন তার বক্তব্যের স্বপক্ষে। এটা নিয়ে অনেক কথাও হচ্ছে। কেন হচ্ছে জানিনা। কারন তারেক রহমানের বক্তব্য যদি সঠিক না হয় তাহলে, যেটা সঠিক সেটা যথাযথ যুক্তি প্রমান সহ উপস্থাপন করলেই হয়। তারেক রহমানের বক্তব্য যদি খন্ডন করা নাহয় তবে তাকে সত্য বলেই ধরে নেবে মানুষ। তারেক রহমান অনেক বুদ্ধিমান একজন রাজনীতিক। তাকে বুদ্ধি দিয়েই সামলানো উচিত। বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানতে দেওয়া হোক।
মূলখবর:'বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামী লীগের লালসালু' - See more at: http://www.kalerkantho.com/online/national/2014/12/16/163680#sthash.EpzFinkQ.dpuf
Click this link
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানেই তো আসল কেরামতি। না, বাংলাদেশের মানুষ সত্য জানতে চায় না। সবাই চোখ বুজে আওয়ামী লীগ ও বিএনপি অনুসরন করতে চায়। এজন্যই, যে যাই বলুক না কেন - তা নিয়ে অনেক কথা হয়। সত্য কি আর মিথ্যা কি তা নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়ে - সবাই যা করে তাই করুন।
মন্তব্য করতে লগইন করুন