'অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ' নাকি 'সম্ভবকে অসম্ভব করাই বাংলাদেশের কাজ'

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ০৮ ডিসেম্বর, ২০১৪, ১০:৫১:৪৩ রাত



আমি যখন প্রথম বিভাগে এসএসসি পাশ করি তখন অনেকেই আমাকে সাধুবাদ জানিয়েছিল। তা আজ থেকে কম বেশী ২০ বছর আগে। আর ঐসময় যারা স্ট্যান্ড করত তদের ছবি পত্রিকায় আসত। যা দেখে অনেক উতসাহ পেতাম। ছোটদেরকে তাদের উদাহরন দেওয়া হতো। স্ট্যান্ড অনেক বড় কিছু ছিল সেসময় । সেই সময়ের সাথে বতর্মান সময়ের তুলনা করলে অনেক কষ্ট হয়।

কারন এখন পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে পরেরদিন সেরা কারো ছবি পত্রিকার পাতায় আসেনা। এখন ফলাফল প্রকাশের পরের দিন দেখা যায় কিছু উশংখল ছবি। যেখানে সকলে এক সংগে নাচানাচি করছে। পত্রিকায় ছবি ছাপবার মতো কােন ভাল ছাত্র খুজে পাওয়া যায়না! এখনকার বাবা মা কোন ভাল ছাত্রের উদাহরনও দিতে পারেননা। বড় আপসোস!

আগে স্ট্যান্ড করত ২০ জন হিসাবে সকল বোর্ড মিলে ৮০ জন আর এখন স্ট্যান্ড করে মানে এ+ পায় লক্ষাধিক! অনন্ত জলিলের সংলাপের মত বলতে হয় 'অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ'? কিন্তু হটাৎ বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের উন্নতির কারন কি?



নিশ্চয় আলাদিনের চেরাগ আছে বাংলার ঘরে ঘরে! আর সে চেরাগ আর কিছু নয় 'প্রশ্নপত্র' মানে 'প্রশ্নপত্র ফাঁস'। 'প্রশ্নপত্র ফাঁস' মানে আগামীকাল পরীক্ষায় কি আসবে তা আপনি আগের দিনই জানতে পারবেন।



১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যাকরে দেশ মেধা শুন্য করা হয়েছিল বলে শুনেছি আর এখন তা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল 'প্রশ্নপত্র ফাঁস' ?

কার স্বার্থে এসব করা হচ্ছে? কেউ কি জানেন?

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292526
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমাদের ভাগ্য খারাপ বলতে হয়। নয়ত এমন দয়াবান একজন শিক্ষমন্ত্রী আমাদের পরীক্ষার সময় পেলাম না কেন? পেলে নির্ঘত ডবল এ+ পেতাম Happy Happy Happy Happy
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
236162
রাজ্পুত্র লিখেছেন : হ্যাঁ জনাব কথা কিন্তু সত্য!
292529
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০২
ভিশু লিখেছেন : দেশের সারে বারোটা বাজানোর জন্য। মেধাবী-প্রতিশ্রুতিশীলদের দিশেহারা, হতাশ ও দেশান্তর করার জন্য।
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৭
236164
রাজ্পুত্র লিখেছেন : দেশের মানুষকে ভালবাসার কেউ নেই তাদেরকে নিয়ে কারো চিন্তা করারও কেউ নেই !
292532
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৮
নোমান২৯ লিখেছেন : দেশেরগুলো যদি সামর্থ্যবান হয় তবে তাদের বিদেশ পড়ুয়া ছেলেমেয়েরা কিভাবে এদেশ চালাবে?বুঝছেন ?তারা তাদের ভবিষ্যত প্রজন্মের জায়গা ফাঁকা করতেছে|যাতে তারা তাদের মত নির্বিঘ্নে লুটেফুটে খেতে পারে|
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৮
236165
রাজ্পুত্র লিখেছেন : আপনার কথায় যৌক্তিকতা আছে।
292570
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ ! কার স্বার্থে এসব করা হচ্ছে? কেউ কি জানেন? অনেক ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৩২
236167
রাজ্পুত্র লিখেছেন : প্রশ্নগুলোর উত্তর হয়তো কতৃপক্ষ কথনোই দিবে না। আর আামাদেরকেও তা জানা হবে না।
292580
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২২
নাছির আলী লিখেছেন : আমার মনে হয় দাদার স্বার্থে
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৩৩
236168
রাজ্পুত্র লিখেছেন : হুমম
292649
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আম্লীগের আমলে অসম্ভব বলতে কিছু নাই মনে হয়। বিএনপিকে যদি বলা হয় সাপকে সাপ এবং ব্যাঙকে ব্যাঙ প্রমাণ করুণ, আমি নিশ্চিত বিএনপি ফেইল মারবে। আর আম্লীগকে যদি বলা হয় সাপকে ব্যাঙ আর ব্যাঙকে সাপ প্রমাণ করুণ। আম্লীগ শতভাগ সাফল্যের সাথে এটা প্রমাণ করে দিবে। সো সবই সম্ভব....
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
236333
রাজ্পুত্র লিখেছেন : বাস্তবতা কথা কয়....
292663
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
প্রবাসী আশরাফ লিখেছেন : কেন জানি মনে হচ্ছে অতি সুক্ষ একটা চালে দেশের ভবিষ্যত মেধাকে ধ্বংস করা হচ্ছে।সরকার ইচ্ছে করেই প্রশ্ন ফাঁস করাচ্ছে, ইচ্ছে করেই খাতা সহজ করে দেখে নাম্বার বাড়িয়ে ১০০% পাশ দেখাচ্ছে, ইচ্ছে করেই এ+ এর সংখ্যা বাড়াচ্ছে। ইচ্ছে করেই জাতিটাকে ধ্বংস করছে।
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
236335
রাজ্পুত্র লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর লিখেছেন
292673
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
হতভাগা লিখেছেন : আগামী ৮-১০ বছর পর টের পাওয়া যাবে এই সব রেকর্ড ভাঙ্গা ফলাফলের আউটপুট।
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩১
236338
রাজ্পুত্র লিখেছেন : কথা সত্য ভাই হতভাগা 'আগামী ৮-১০ বছর পর টের পাওয়া যাবে'। কিন্তু সে পর্যন্ত বর্তমান এ+ প্রথা চলতে থাকলে বাংলাদেশের কি অবস্থা হবে বলুনতো ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File