'এবোরশন' করে মানুষ হত্যা! ধ্বংশ হোক তারা যার করে মানুষ হত্যা

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ০৫ ডিসেম্বর, ২০১৪, ১০:১১:৪৪ রাত



একটু মনোযোগ দিয়ে ছবিটি দেখুন, আমরা কতটা নীচে নেমে গেছি! হৃদয় হীন মানুষের হৃদয়ে ও কম্পনের সৃষ্টি হবে। দেখুন নিজের বিবেকে নাড়া দেয় কিনা !!??

প্রথম মাস** হ্যালো আম্মু.....!! কেমন আছো তুমি? জানো আমিএখন মাত্র ৩-৪ইঞ্চি লম্বা!! কিন্তু হাত-পা সবই আছে তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে।

দ্বিতীয় মাস** আম্মু,আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা শিখেছি, তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে! বাইরে আসার সময় এখনো হয়নি আমার, এখানেই উষ্ণ অনুভব করি খুব।

তৃতীয় মাস** আম্মু তুমি কি জানো আমি যে একটা মেয়ে? পরী পরী লাগবে আমাকে, আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে, তুমি মাঝে মাঝে কাঁদো কেনো আম্মু? তুমি কাঁদলে আমারও কান্না পায়...

চতুর্থ মাস** আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে আম্মু আমি হাত- পা ভালো ভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে পারি, অনেক কিছুই করতে পারি।

পঞ্চম মাস** আম্মু তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে? কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি, তোমার কথা ছাড়া আমি কারো কথা শুনতে পারিনা।

ষষ্ঠ মাস** আম্মু আমি অনেক ব্যথা পাচ্ছি আম্মু, ডক্টর সুঁচের মতো কি যেনো আমার শরীরে ঢুকাচ্ছে, ওদের থামতে বলো আম্মু আমি তোমাকে ছেড়ে কথাও যাবোনা আম্মু...

সপ্তম মাস** আম্মু কেমন আছো? আমি এখন স্বর্গে আছি, একটা এন্জেল আমাকে নিয়ে এসেছে, এন্জেল বলেছে তোমাকে এবরশন করতে হয়েছে, তুমি আমাকে কেনো চাওনি আম্মু? প্রতিটি Abortion মানে একটি হৃদস্পন্দন থেমে যাওয়া... একটি হাসি থেমে যাওয়া... দুটি হাত,যা কখনো কাউকে স্পর্শ করতে পারবেনা... দুটি চোখ,যা পৃথিবীর আলো দেখবেনা...

তথ্যসূত্র: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/30/88031#sthash.0vC3HI3I.dpuf" target="_blank" target="_blank" rel="nofollow">Click this link

বিষয়: বিবিধ

২০৩৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291544
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Sad Sad Sad ও মাই গড এ আমি কি দেখলাম Surprised Surprised
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
235294
রাজ্পুত্র লিখেছেন : যা দেখলাম তা দেখে যেন সচেতন হতে পারি।
291570
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৪
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : যেমন ছবি তেমন হৃদয়স্পর্শী লেখা!!!
বুকটা ধক করে উঠল!!
আপনি যা বলেছেন তার বিন্দুমাত্রও মিথ্যা নয়।
সম্ভবত একচল্লিশ দিন পরেই একটি শিশুর দেহে রূহ বা আত্না চলে আসে। সত্যিই শিশুর আত্না মায়ের আত্নার সঙ্গে কথা বলে। আত্নার জগতে এটা অসম্ভব নয় বলে জানি।
এসব সন্তানকে হত্যা করার জন্য বাবা-মা এবং সংশ্লিষ্ট ডাক্তাররা সবাই খুনী....।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
235295
রাজ্পুত্র লিখেছেন : সমাজ নষ্ট হওয়াই এর মূল কারন। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর পার্ক গুলোতে জনসন্মুখে যে উশৃংখলতা চলে তাতে এসব হওয়া অস্বাভাবিক নয়। সকল বাবা-মায়ের উচিত তার ছেলে বা মেয়ে সম্পর্কে নিয়মিত খবর রাখা এবং ছোটবেলা থেকেই সেভাবে গড়ে তোলা। এবিষয়ে সচেতন করতে ধর্ম সবচাইতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।
291574
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৮
অনেক পথ বাকি লিখেছেন : ‌এক কথায় আমি নির্বাক ও হতবাক।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
235297
রাজ্পুত্র লিখেছেন : ভাই নির্বাক বা হতবাগ যাই হোন নিজের পরিবার, সন্তান ও সমাজকে এ বিষয়ে সচেতন করুন।
291580
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৫
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : এসব বন্ধ করার জন্য সমাজে ভীশু ভাইয়ের আদর্শের ডাক্তার বেশী বেশী দরকার। Praying
291607
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২১
রফিক ফয়েজী লিখেছেন : ছবিটা দেখলেই বুকের ভেতরটা আঁতকে উঠে।সাথে হৃদয়স্পর্শি লেখাটি।ধন্যরিদয় সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়া উচিত।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
235301
রাজ্পুত্র লিখেছেন : সচেতনতার কোন বিকল্প নেই ফয়েজী ভাই। আাপনার সাথে একমত।
291644
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৪৪
কাহাফ লিখেছেন :

নির্মম করুণ উপস্হাপনা!
বিদ্যমান বাস্তবতার ভয়ংকর চিত্র!
আল্লাহ হেফাযত করুন!!!
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
235302
রাজ্পুত্র লিখেছেন : আমিন।
আসুন পরিবার, সন্তান ও সমাজ সবাইকে সচেতন করি এই বিষয়ে।
291660
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
ইসলামী দুনিয়া লিখেছেন : একি দেখলাম শুনলাম? কোন মা বাবা যাতে এমন না করে।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
235307
রাজ্পুত্র লিখেছেন : এসব অপকর্ম আর বাবা-মায়ের মধ্যে সীমাব্ধ নেই ভাই। অবিবাহিত ছেলে মেয়েরায় এখন এসে লিপ্ত। তাই আসুন নিজের সন্তান, পরিবার ও সমাজকে এ বিষয়ে সচেতন করি।
291689
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৮
হতভাগা লিখেছেন : পোস্টের ছবিটা ৬ মাসের গর্ভাবস্থার না । এটা সম্ভবত ১-২ মাসে ।




এটা আরেকটু বেশী বয়সের

দৈহিক মিলনের আগে সতর্কতা নিলে এই সমস্যায় পড়তে হত না ।

বাংলাদেশ সহ উন্নত বিশ্বে এখন ইমার্জেন্সী পিলের খুব কাটতি চলছে ।

http://www.ipillwoman.piramal.com/main.htm
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
235308
রাজ্পুত্র লিখেছেন : আপনার ছবিটির জন্য ধন্যবাদ। ভাই আপনি যে পরামর্শ দিয়েছেন তাতে দৈহিক মিলনের আগে সতর্কতা নিতে পারে শুধু বৈধ স্বামী-স্ত্রী। কিন্তু বর্তমানে অবৈধ মিলনে এসব বেশী ঘটছে তার জন্য কি বলবেন?
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
235311
হতভাগা লিখেছেন : এ ধরনের ঘটনা বৈধ মিলনে ঘটে না । অবৈধ মিলনের ফলে সৃষ্ট গর্ভপাতের কনসিক্যুয়েন্স থেকে রেহাই পেতেই এটা করা হয় ।

আর ক্যারিয়ার কনসাস বেশ কিছু মেয়েও বিয়ের পর পরই গর্ভ ধারন করতে চায় না । হঠাত হয়ে গেলে এই পিল তাদের জন্যও কাজে দেবে ।
292054
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
পুস্পগন্ধা লিখেছেন : ওহ ভয়ঙ্কর, আল্লাহ তায়ালা সবাইকে হিদায়েত দিন।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৫
236019
রাজ্পুত্র লিখেছেন : আমিন।
মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে পাপ কাজ থেকে দূরে থাকার তৈফিক দান করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File