'এবোরশন' করে মানুষ হত্যা! ধ্বংশ হোক তারা যার করে মানুষ হত্যা
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ০৫ ডিসেম্বর, ২০১৪, ১০:১১:৪৪ রাত
একটু মনোযোগ দিয়ে ছবিটি দেখুন, আমরা কতটা নীচে নেমে গেছি! হৃদয় হীন মানুষের হৃদয়ে ও কম্পনের সৃষ্টি হবে। দেখুন নিজের বিবেকে নাড়া দেয় কিনা !!??
প্রথম মাস** হ্যালো আম্মু.....!! কেমন আছো তুমি? জানো আমিএখন মাত্র ৩-৪ইঞ্চি লম্বা!! কিন্তু হাত-পা সবই আছে তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে।
দ্বিতীয় মাস** আম্মু,আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা শিখেছি, তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে! বাইরে আসার সময় এখনো হয়নি আমার, এখানেই উষ্ণ অনুভব করি খুব।
তৃতীয় মাস** আম্মু তুমি কি জানো আমি যে একটা মেয়ে? পরী পরী লাগবে আমাকে, আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে, তুমি মাঝে মাঝে কাঁদো কেনো আম্মু? তুমি কাঁদলে আমারও কান্না পায়...
চতুর্থ মাস** আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে আম্মু আমি হাত- পা ভালো ভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে পারি, অনেক কিছুই করতে পারি।
পঞ্চম মাস** আম্মু তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে? কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি, তোমার কথা ছাড়া আমি কারো কথা শুনতে পারিনা।
ষষ্ঠ মাস** আম্মু আমি অনেক ব্যথা পাচ্ছি আম্মু, ডক্টর সুঁচের মতো কি যেনো আমার শরীরে ঢুকাচ্ছে, ওদের থামতে বলো আম্মু আমি তোমাকে ছেড়ে কথাও যাবোনা আম্মু...
সপ্তম মাস** আম্মু কেমন আছো? আমি এখন স্বর্গে আছি, একটা এন্জেল আমাকে নিয়ে এসেছে, এন্জেল বলেছে তোমাকে এবরশন করতে হয়েছে, তুমি আমাকে কেনো চাওনি আম্মু? প্রতিটি Abortion মানে একটি হৃদস্পন্দন থেমে যাওয়া... একটি হাসি থেমে যাওয়া... দুটি হাত,যা কখনো কাউকে স্পর্শ করতে পারবেনা... দুটি চোখ,যা পৃথিবীর আলো দেখবেনা...
তথ্যসূত্র: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/30/88031#sthash.0vC3HI3I.dpuf" target="_blank" target="_blank" rel="nofollow">Click this link
বিষয়: বিবিধ
২০৩৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুকটা ধক করে উঠল!!
আপনি যা বলেছেন তার বিন্দুমাত্রও মিথ্যা নয়।
সম্ভবত একচল্লিশ দিন পরেই একটি শিশুর দেহে রূহ বা আত্না চলে আসে। সত্যিই শিশুর আত্না মায়ের আত্নার সঙ্গে কথা বলে। আত্নার জগতে এটা অসম্ভব নয় বলে জানি।
এসব সন্তানকে হত্যা করার জন্য বাবা-মা এবং সংশ্লিষ্ট ডাক্তাররা সবাই খুনী....।
নির্মম করুণ উপস্হাপনা!
বিদ্যমান বাস্তবতার ভয়ংকর চিত্র!
আল্লাহ হেফাযত করুন!!!
আসুন পরিবার, সন্তান ও সমাজ সবাইকে সচেতন করি এই বিষয়ে।
এটা আরেকটু বেশী বয়সের
দৈহিক মিলনের আগে সতর্কতা নিলে এই সমস্যায় পড়তে হত না ।
বাংলাদেশ সহ উন্নত বিশ্বে এখন ইমার্জেন্সী পিলের খুব কাটতি চলছে ।
http://www.ipillwoman.piramal.com/main.htm
আর ক্যারিয়ার কনসাস বেশ কিছু মেয়েও বিয়ের পর পরই গর্ভ ধারন করতে চায় না । হঠাত হয়ে গেলে এই পিল তাদের জন্যও কাজে দেবে ।
মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে পাপ কাজ থেকে দূরে থাকার তৈফিক দান করুন।
মন্তব্য করতে লগইন করুন