নৈতিকতার অবক্ষয় - কোন পথে সমাজ?

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ২১ নভেম্বর, ২০১৪, ১০:১১:৩৫ রাত

নৈতিকতার অবক্ষয় থেকে একটি জাতিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ন ভূমিকা থাকে কিন্তু আমাদের মহৎ (?) সংবাদ মাধ্যম কি তা কিঞ্চিৎ পরিমানও করতে পারছে?

নীচের লেখাটি আমার নিজের নয় এটা ফেসবুকে একভাই লিখেছেন । লেখাটি আমার ভাল লেগেছে তাই ২ডে ব্লগের পাঠকদের সংগে শেয়ার করছি। এই লেখাটি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তবে দয়া করে আমাকে ক্ষমা করবেন।

একটি মেয়ে তার প্রেমিকের সাথে বিয়ে বহির্ভূত অবৈধ শারিরীক সম্পর্ক করলো। গর্ভবতী হলো, বাচ্চা নষ্টও করলো। বাচ্চা নষ্টের পরও অবৈধ সম্পর্ক অব্যহত রাখলো। শেষ পর্যন্ত মেয়েটির সবকিছু নিয়ে ছেলেটি বিয়ে করতে অস্বীকার করলো, অন্য কোথাও বিয়ে করে সুখী হতে মেয়েটিকে পরামর্শ দিলো- এ অবস্থায় মেয়েটি সারা যাকেরের কাছে জিজ্ঞেস করলো সে এখন কি করবে? এর প্রেক্ষিতে মেয়েটিকে সারা যাকের আজ উপরোক্ত পরামর্শ দিলো।

পরামর্শটির ভিতরে আরো বেশ কিছু কথা বলা হয়েছে। কিন্তু এই ধরনের প্রেম, বিয়ের আগে শারিরীক সম্পর্ক, বাচ্চা নষ্ট করা ইত্যাদির অপকারিতা, অপ্রয়োজনীয়তা নিয়ে সারা যাকের একটি শব্দও বলেনি। বরং তার পরামর্শ শুনে মনে হবে এসব খুবই স্বাভাবিক। যেমন পশুপাখিরা করে থাকে।

হ্যাঁ একটি মেয়ে বা ছেলে বিপথে গিয়ে এই ধরনের ভুল করে ফেলতেই পারে। এ অবস্থায় সমাধানের পরামর্শও দেয়া যেতে পারে। কিন্তু পরামর্শের নামে অবাধ যত্রতত্র যৌনতাকে উৎসাহ কেউ দেয়ার অধিকার রাখে না। তাই মুসলিম প্রধান একটি দেশে এই ধরনের একটি পরামর্শ খুবই তাৎপর্যপূর্ণ।

এই পরামর্শটি যেহেতু সারা যাকের দিয়েছে তাই তার ব্যাক্তিগত কিছু বিষয় জানা জাতির অধিকার।

যেমনঃ-

১। সারা যাকেরের নিজের চরিত্র যদি ওই মেয়েটির মতো হতো তখন তার স্বামী তাকে মেনে নিতো কিনা, বা সে সময় কোন বাঁধা আসলে হতো কিনা তা আমরা জানতে পারিনি। জানাটা আবশ্যক। বিশেষ করে তার স্বামী আলী যাকের কি সারা যাকেরকে ওই অবস্থায় মেনে নিতো?

২। সারা যাকেরের মেয়ে আছে কিনা জানিনা। যদি সারা যাকেরের নিজের মেয়ের চরিত্র এই ধরনের হতো তাহলে তিনি মা হিসেবে কিভাবে নিতো তা জানাতে হবে।

৩। তার ছেলে আছে। সেই ছেলে ওই ধরনের কোন মেয়েকে বিয়ে করতে রাজী আছে কিনা তা জানা উচিত। সবকিছু জেনে ওই ধরনের কোন মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে সারা যাকের আনবে কিনা তা জানাতে হবে।

যদি প্রশ্নের উত্তর "হ্যাঁ" বোধক হয় তাহলে সারা যাকের নিজের নষ্ট চরিত্রের দিকে অপরকে ডাকতেই পারে। সেটি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। সবাই জানবে একজন নষ্ট মহিলা তার নষ্টামির দিকেই ডাকছে। কিন্তু উত্তর যদি "না" বোধক হয় তাহলে তাকে জানাতেই হবে কোন অধিকারে সে তরুন-তরুনীদের ওই নষ্ট পথে যেতে উৎসাহিত করেছে। যা সে নিজে পছন্দ করেনা, যা তার স্বামী মানে না, যা তার ছেলের জন্য তিনি পছন্দ করবে না, সেই পথে কেন সে অন্য তরুন-তরুনীকে ডাকলো তা জানাতেই হবে।

এ এক ভয়ংকর আহবান। এই ধ্বংসের পথে জাতিকে ডাকার উদ্দেশ্য সারা যাকেরকে জানাতেই হবে। সারা যাকের এই ধরনের একটি পরামর্শ দেয়ার জন্য প্লাটফর্ম হিসেবে ব্যবহার করেছে কথিত দিন বদলের শ্লোগানধারী প্রথম আলোকে। যারা ধারবাহিক ভাবে জাতিকে সমকামিতা, বহুগামিতা, বিয়েহীনতা, পরকিয়া, ডিভোর্স ইত্যাদিকে বিভিন্ন অজানা ওয়েব সাইট ও সেলিব্রিটিদের ব্যাক্তিগত কাহিনীকে আনন্দের সাথে প্রচার করে কৌশলে, ভিন্ন স্টাইলে উৎসাহিত করে যাচ্ছে। এবার সেই প্রথম আলো সরাসরি যত্রতত্র যৌনতার দিকে আহবান জানালো।

এমনিতেই অনৈতিকার প্রসারের কারণে প্রেম, প্রেমিক কর্তৃক বিয়ের আশ্বাস, শারিরীক সম্পর্ক, গর্ভবতী হওয়া, বাচ্চা নষ্ট করা, এরপরও অবৈধ সম্পর্ক কনটিনিউ করা, শেষ পর্যন্ত প্রেমিক কর্তৃক বিয়ে করতে অস্বীকার করা- বর্তমান কথিত আধুনিক বাংলাদেশের তথাকথিত অতি আধুনিক ও সংস্কৃতি মনা তরুণ-তরুণীদের কমন বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে। সব হারিয়ে চোখে অন্ধকার দেখা তরুণী, সব নিয়ে নতুনের সন্ধানে থাকা তরুনের পদচারণা ভয়ংকর এক পরিবেশের জানান দিচ্ছে।

এ থেকে পরিত্রাণের উপায় কি? নিশ্চয় সচেতনতা ও নৈতিক শিক্ষা। এই ধরনের ভয়াবহ সম্পর্ক ও এর বাস্তব পরিণতি সম্পর্কে সকলকে সচেতন করা জাতির কর্তব্য। কিন্তু বাস্তবে কি হচ্ছে? তথাকথিত সুশীল মিডিয়া ও নষ্ট চরিত্রের সুশীলরা সেই ধ্বংসের পথেই সবাইকে ডেকে চলেছে অবিরত। এ এক ভয়ংকর আহবান। এই আহবানের ধ্বংসের ছোঁয়া থেকে রক্ষা পাবে না ব্যাক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। সূদূরপ্রসারী সেই ষড়যন্ত্রের কবলে পড়েছে এই দেশ, জাতি ও নতুন প্রজন্ম। প্রতিহত করতে হবে এখনই। প্রতিবাদ জানাতে হবে প্রতিটি ক্ষেত্র থেকে। নতুবা অনিবার্য ধ্বংস ধেয়ে আসছে টর্নেডো গতিতে। চুপ করে থাকলে কেউই রক্ষা পাবেনা।

মহান আল্লাহ আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজকে অনিবার্য ধ্বংশের হাত থেকে রক্ষা করুন।- আমিন

লিখেছেনঃ সীমান্ত ঈগল

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286632
২১ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৫
শেখের পোলা লিখেছেন : এ দোষ একা সারা জাকেরের নয়৷ এর পিছনে যে মহা মতিরা আছেন সেই উৎসমূলের, আর যারা তাদের এ সুযোগ করে দিয়েছে তাদেরও৷ আসুন সেই উৎসমূলে আঘাত হানি৷
২২ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
230233
রাজ্পুত্র লিখেছেন : এ আঘাত হানার দায়ীত্ব সকল সচেতন ব্যক্তির যারা সমাজটাকে অনাচার এবং অযাচার মুক্ত দেখতে চায়। ধন্যবাদ আপনাকে
286634
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের নিজেদের কনসেপ্ট ও তাই।
২২ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
230234
রাজ্পুত্র লিখেছেন : সম্ভাবনা খুবই বেশী......
ধন্যবাদ ভাই।
286650
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৫
ফেরারী মন লিখেছেন : ভয়াবহ ব্যাপার। Surprised Surprised
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০০
230235
রাজ্পুত্র লিখেছেন : তাই অাসুন সমাজটাকে রক্ষা করি।
ধন্যবাদ আপনাকে
286654
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৫
বড়মামা লিখেছেন : মিডিয়াতে যারা কাজের নামে নাটক ফাঠক করে তারা প্রায় সবাই কোননা কোন ভাবে জিনার সাথে জরিত ।দুই একটা খবর পাওয়া যায়,বাকী গুলি তারা মেনে নেয়, গোপন রাখে, তাদের কাছে কোন ধর্ম কর্ম নাই। হিন্দু মুসলিমের বিয়ে কোন আবস্থাতেই জায়েয নাই অতছ তারা কি করতেছে। জিনা কারীর ওপর আল্লাহর লান্নত। ।
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০২
230236
রাজ্পুত্র লিখেছেন : মহান আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। - আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File