মরুর বুকে বাংলার চাষী ইউনূছ
লিখেছেন লিখেছেন শাহীন কবির ০৫ মে, ২০১৫, ০৪:১৪:৫৮ রাত
বয়সটা আনুমানিক পঞ্চাশ। অতি পরিশ্রমি। মরুর দেশে আগমন ঘটেছে পঁচিশ বছর আগে।প্রথমে অনেক রকমের খাটুনি খেটেছেন। তেমন লাভ করতে পারেননি। অনেক চিন্তা-ভাবনা করে নিলেন সবজি চাষের সিদ্ধান্ত।কাজটা অনেক কষ্টেরই বটে। তাতে কি। লাভটাই তো আসল। লাভের আশায় শুরু করলেন সবজি চাষ।চাষ করেন বছরে মাত্র ছয় মাস। বাকী ছয় মাস থাকতে হয় বেকার। প্রথম প্রথম তা খারাপই লাগতো। সময় যখন কয়েক বছর গড়িয়ে গেলো। সংসারেও আসলো সচ্ছলতা। ঘর ছেড়ে অভাব পালালো। সিদ্ধান্তে আসলো পরিবর্তন। এখন বছরে ছয় মাস দেশেই কাটান চাষী ইউনূছ। ইউনূছের সবজি ভূবনে কাজ করেন আরো দু জন। তাদেরকে ছয় মাস কাজ না দিয়েই বেতন দেন তিনি। এতে ইউনূছের কোন দুঃখ্ নেই। ছয় মাসের জোরগারই তার জন্যে যথেষ্ট। ইউনূছের সবজি খেতে আছে নানান করমের সবজি। আছে করলা, বেগুন, কাচা করিচ, লাউ, মিষ্টি কোমড়া ইত্যাদি।বাংলাদেশের একেবারে পাড়া গাঁয়ের একজন সাধারন মানূষ সূযোগ আর সহায়তা ফেলে কি পরিমান উন্নতি করতে পারে তার উজ্জল উদাহরণ চাষী ইউনূছ। তাঁর এক মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে। তার মতে এটাই তার শত কষ্ট ও বেদনার সবচেয়ে বড় সান্তনা।
বিষয়: বিবিধ
১৬১৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জনাব ইউনুস সাহেব মরুর দেশ বলতে কোন দেশে থাকেন সেটা তো উল্লেখ করলেন না ভাই!!!
আরেকটু ডিটেইল হলে ভাল হতো। কোন দেশ এবং কিভাবে তিনি এই কষ্টকর কাজটি করেন।
অলসতায় দারিদ্র আনে পাপে আনে দুখ'৷
এদেরকে বাইরের দেশেও পাঠিয়ে দেওয়া উচিত. যেসব দেশে বাংলাদেশের ভাল রেপুটেশন আছে এবং কৃষিকাজের জন্য দক্ষ লোকের অভাব আছে এবং চাহিদা আছে শস্য উতপাদনের সেগুলোকে বাংলাদেশ টার্গেট করতে পারে সহজেই ।
ইউনূছ সাহেবের মত এরকম আরও অনেক ইউনূছকে আমরা দেখতে চাই ।
মন্তব্য করতে লগইন করুন