মুক্তিযুদ্ধের টুকিটাকি
লিখেছেন লিখেছেন শাহীন কবির ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৫:৪৯ বিকাল
১ম পর্ব
১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধে
সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন-
কর্ণেল (অবঃ)এম, এ, জি, ওসমানী
সীফ অফ স্টাপ ছিলেন-
লে, কর্ণেল আবদুর রব।
ডে. সীফ অফ স্টাফ-
ক্যাপটেন এ, কে, খন্দকার
মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
১নং সেক্টর- (চট্রগ্রাম, প্রাবত্য চট্রগাম)
কমাণ্ডার ছিলেন-
প্রথমে মেজর জিয়াউর রহমান পরে মেজর রফিকুল ইসলাম
২নং সেক্টর- (নোয়াখালী, কুমিল্লা, দক্ষিন ঢাকা ও আংশিক ফরিদপুর)
কমাণ্ডার ছিলেন-
প্রথমে মেজর খালেদ মোশাররফ,
তারপর ক্যাপটেন আবদুস সালেক চৌধুরী,
তারপর ক্যাপটেন এ টি এম হায়দার
৩নং সেক্টর-(উত্তর ঢাকা, সিলেট ও আংশিক ময়মনসিংহ)
কমাণ্ডার ছিলেন-
প্রথমে মেজর কে. এম. সফিউল্লাহ,
তারপর মেজর এ. এন. এম. নুরুজ্জামান
৪, ৫ ও ৬ সেক্টর- (যথাক্রমে দক্ষিন সিলেট, উত্তর সিলেট, রংপুর ও দিনাজপুর)
কমাণ্ডার ছিলেন-
যথাক্রমে মেজর সি আর দত্ত,
মেজর মীর শওকত আলী ও
উইং কমাণ্ডার এম কে বাসার।
৭নং সেক্টর- (রাজশাহী, বগুড়া, পাবনা)
কমাণ্ডার ছিলেন-
প্রথমে মেজর নাজমুল হুদা
পরে মেজর কাজী নুরুজ্জামান।
৮নং সেক্টর- (কুষ্টিয়া, যশোর ও ফরিদপুর)
কমাণ্ডার ছিলেন-
মেজর আবু ওসমান চৌধুরী।
৯নং সেক্টর- (খুলনা ও বরিশাল)
কমাণ্ডার ছিলেন-
মেজর এম এ জলিল।
১০নং সেক্টর- (নৌ অঞ্চল)
কমাণ্ডার ছিলেন-
সারাসরি কমাণ্ডার ইন সীফের অধীনে
১১নং সেক্টর-(টাঙ্গাইল ও ময়মনসিংহ)
কমাণ্ডার ছিলেন-
মেজর এম আবু তাহের।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তালে তালে না হলে
এসব সেক্টর কমান্ডারদের ছাড়েন । জাফর ইকবাল , মুনতাসির মামুন , শাহরিয়ার কবির , কবির চৌধুরি , আবেদ হাসান , শমীপতি আরাফাত - এদের মত হিউজ চেতনাবাজরা কোন কোন সেক্টরের চেতনা সরবরাহকারী ছিলেন ? জানাবেন।
মন্তব্য করতে লগইন করুন