রাখতে হবে সম্মান।
লিখেছেন লিখেছেন শাহীন কবির ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৫:২১ বিকাল
লাল-সবুজের পতাকা যদি, সব মানুষের সুখ
কাটাতারে আজো ঝুলছে কেনো, আমার বোনের মূখ।
সবুজ প্রান্থর আকাবাকা পথ, বাংলা মায়ের আশা
ঘাতক কেনো নিত্য কাড়ে, আমার ভাইয়ের ভাষা।
সবুজ শ্যামল বাংলাই হলো, সব মানুষের দেখা
জাতির নেতারা ব্যস্ত কেনো, রাঙ্গিতে দাদার শিখা।
মুক্তিযুদ্ধের মন্ত্র ছিলো, সাম্য-গনতন্ত্র-স্বাধীনতা
তবে কেনো আজ মানিস তোরা, মোড়লের অধিনতা।
ভাষা সৈনিক পায়না সম্মান, ভিন্ন মতের বলে
ন্যায়ের ভাষাও কেড়ে নিচ্ছে, আইনের কৌশলে।
হারায় সম্মান বুদ্ধিজিবী, ন্যায়ের পথে চলে
আলেমরাও হয় অপমান, কুরআনের পথ ধরে।
ভাবছে বসে বীরজনতা, বাংলা মায়ের সন্তান
রুখতে হবে অত্যাচারী, রাখতে হবে সম্মান।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন