হাদীছে রাসুলুল্লাহ (সা
লিখেছেন লিখেছেন শাহীন কবির ১৮ নভেম্বর, ২০১৪, ০৪:৫৮:২১ রাত
আবী জার (রা হতে বর্ণিত তিনি বলেন, “আমি রাসূলুল্লাহ (সাএর ঘরে প্রবেশ করলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ (সা আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ (সা বললেন- “তোমার প্রতি আমার উপদেশ হলো- আল্লাহকে ভয় করো নিশ্চয়ই ইহা তোমার সকল কাজকে সুন্দর, সুষ্ঠ ও সৌন্দর্য করবে”।আমি বললাম ইয়া রাসূলুল্লাহ (সা আমাকে আরো কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ (সা বললেন- “কোরআন তালা্ওয়াত করো আর আল্লাহর জিকির করো।এটি তোমার জন্যে আকাশে স্মরণের কারণ হবে আর জমিন হবে তোমার জন্যে আলোকিত”। আমি বললাম- ইয়া রাসূলুল্লাহ (সা আমাকে আরো কিছু উপদেশ দিন।রাসুলুল্লাহ (সা বললেন- আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে- “বেশীর ভাগ সময় চুপ থাকা ও কম কথা বলার অভ্যাস করো। ইহা তোমার শয়তান বিতাড়নে আর দ্বীনের নির্দেশ পালনে সহযোগী হবে”। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ (সা আমাকে আরো কিছু উপদেশ দিন।দিন।রাসুলুল্লাহ (সা বললেন- আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে- “বেশী হাসা হতে বিরত থাকো। কারণ এতে তোমার অন্তর মরে যাবে ও তোমার চেহারা হতে আলো চলে যাবে”। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ (সা আমাকে আরো কিছু উপদেশ দিন।রাসুলুল্লাহ (সা বললেন- আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে- “সব সময় সত্য কথা বলবে অন্যদের জন্যে তা যতোই বেদনার কারণ হউক”। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ (সা আমাকে আরো কিছু উপদেশ দিন।রাসুলুল্লাহ (সা বললেন- আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে- “আল্লাহর ব্যপারে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করোনা”। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ (সা আমাকে আরো কিছু উপদেশ দিন।রাসুলুল্লাহ (সা বললেন- আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে- “তোমার নিজের ব্যাপারে তুমি যাহা জানো তাহা যেনো তোমাকে অপরের দোষত্রুটি সন্ধান হতে বিরত রাখে”।(বায়হাকী)
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ।
"প্রিয়দেরকে আমন্ত্রণ জানান" এ বাটনের ব্যবহার করতে ভুলবেননা
ধন্যবাদ
আল্লাহর রহমত পাবার জন্য যথেষ্ট এই হাদীসের উপর আমল করার।
মন্তব্য করতে লগইন করুন