মদনের অংক ভাবনা

লিখেছেন লিখেছেন শাহীন কবির ১৭ নভেম্বর, ২০১৪, ০৫:২৫:৫৭ সকাল

বসন্তের পড়ন্ত বিকেলে হাটতে হাটতে গেলাম আমার একান্ত দোস্ত মদনের বাড়ি। মদন এমনিতেই বড় মজার মানুষ।দেখতে খুব সহজ সরল হলেও মদন লোক হাসাতে খুবই পটু।পড়ালিখাতেও মদন কমনা। লেখালেখিতেও হাত বেজায় ভালো। অর্থনীতির ছাত্র হয়েও বাংলাসাহিত্যের সব শাখাতেই মদনের বেজায় দখল।এপর্যন্ত তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।অবশ্য আগ্রহ থাকলেও মদন এখনো লেখালেখিকে পেশা হিসাবে নেয়নি।সময়-সুযোগ পেলেই সাহিত্য সেবায় আত্মনিয়োগ করে। সবাইকে হাতখুলে লিখার পরামর্শও দেয়। ব্যবসা করছে মনের মতো করে। ব্যবসাকেই পেশা হিসাবে বেচে নিয়েছে। সামাজিক সেবামূলক কাজেও মদন অনন্য।আমাকে দেখেই মদন আমার জন্যে এক কাপ চা বানিয়ে আনলো। চার কাপাটা হাতে নিতেনা নিতেই মদন বলে উঠলো আস্তা দোস্ত বলতো আমরা যে এতো গুলো কাজ করছি কোথাও কি ল, সা, গু অথবা ঘ, সা, গুর প্রয়োজন হয়? আমি বল্লাম এমন প্রশ্ন কেনোরে? মদন বল্ল- সে ছোট বেলায় স্কুল জীবনে ল, সা, গু অথবা ঘ, সা, গুর অংক পারিনাই বলে সুনিল স্যার আমাকে এমন মার মারলো যা আমার প্রায় দিনই মনে পড়ে। তখন ভেবেছিলাম এটি আমার জীবনে না জানি কতো গুরুত্বপূর্ণ জিনিষ। কিন্তু দেখো তো এখন আমার কর্ম জীবনে এর কোন উপস্থিই টের পাচ্ছিনা। তুমিকি বলতে পারো স্যার আমাকে মারলো কেন?

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285391
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৬
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
285430
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

শিরোনামের বানানটি সংশোধন দাবী করছে
মদনরে > মদনের

ওয়ার্ড থাকা কপি-পেস্ট করলে কিছু শব্দ/বানান ভেংগে যায়- পোস্ট দেবার আগে ওগুলো এডিট করে দিতে হয়
285941
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৫
সায়িদ মাহমুদ লিখেছেন : আমি বলতে পারি, সে যুগে যে যুগে মদন ভাইরা ছাত্র ছিলেন তখন, যে শিক্ষক যথবেশি পিঠাতে পারতেন তারা তথবড় স্যার হয়ে উঠতে........হে হে হে
294941
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে আর আপনার মদন বন্ধুকে দাওয়াত রইল।
জীবন তো শেষ হয়নি - সামনে তা লাগবেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File