আমাদের স্বাধীনতা

লিখেছেন লিখেছেন কিশোর পাশা ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩৩:৩৩ রাত

কিসের স্বাধীনতা???

কেন এই স্বাধীনতা???

এই স্বাধীনতা আমায় কি দিয়েছে?

কই আমিতো কারো সাথে ঝগড়া করিনা!

কারো মাথায় তো কোনোদিন বাড়ি মারিনি!

কোন দিনতো কাউকে কষ্ট দেইনি!

কারোর সম্পদ বা টাকা পয়সা জোর করে ছিনিয়ে নেইনি!

কখনোতো কোন মেয়েকে ইফ টিজিং করিনি!

তাহলে কেন আমাকে পুলিশের ভয়ে পালিয়ে থাকতে হয়?

কেন পুলিশ আমাকে নাপেয়ে আমার আব্বুকে ধরে নিয়ে যায়?

কেন আমার আব্বু কোন অপরাধ নাকরেও ছয় মাস জেল খাটলো?

প্রতিদিন সন্ধ্যা হলে কেন আমাকে ভাবতে হয় যে আমি আজ রাতে কোথায় ঘুমাবো?

পুলিশের ভয়ে কেন আমার রাতে ঘুম হয়না?

শীতের কারণে কেন আমি ঘুমাতে পারিনা? (শীত বস্ত্র থাকার পরও)

কেন মাঝরাতে পুলিশ আমার মা কে ঘুমথেকে ডেকে তোলে?

কেন আমি আওয়ামী লীগ বা অন্যান্য বামদলের নেতা কর্মীদের

মতো স্বাধীন ভাবে চলাফেরা করতে পারিনা?

এই স্বাধীন দেশে কেন আমার মতো তাওহীদ আজ স্বাধীন না?

এই সমাজে আমার মতো লক্ষ লক্ষ তাওহীদ আজ কেন পরাধীন?

কি তাদের অপরাধ???

কি দোষ করেছে তারা???

তারাতো চেয়েছে এই স্বাধীন দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে ।

এই স্বাধীনতা কি আমাদেরকে এই অধিকার টুকু দিতে পারেনা???

তাহলে কি দরকার এই স্বাধীনতার?

যে স্বাধীনতা নিজেই স্বাধীন না!!!

ধীক্কার এই প্রতিবন্ধী স্বাধীনতাকে.

ধীক্কার! ধীক্কার!! ধীক্কার!!!

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295819
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই হইল আওয়ামি স্বাধিনতা!
296250
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
কিশোর পাশা লিখেছেন : ঠিক ভাই...!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File