আমার প্রিয় বাবা....!!
লিখেছেন লিখেছেন কিশোর পাশা ১৫ নভেম্বর, ২০১৪, ০৭:২৪:২৪ সন্ধ্যা
বাবা সবার জীবনে একটা অদ্ভুত চরিত্র, আমাদের কে সব রকম বিপদ থেকে রক্ষা কররে যে মানুষ টা তিনি হলেন বাবা।ছোট বেলা থেকে পায়ে পা রেখে হাঁঠ শিখানো থেকে শুরু করে সারা জীবনের পথ চলা শিখিয়ে দেয় এই শ্রদ্ধাশীল মানুষটি। মানুষ কি মনুষ্যত্ব রাস্তাঘাটে শিখে না বাবার কাছ
থেকে শেখে। আমারতো মনে হয় না একটা মানুষের চরিত্র, আচার আচরন,নিষ্টা গাছে ফলে। সব বাবার কাছ থেকেই পাও যায়। সবাই চিন্তা করে আমি বড় হয়ে বেল গিরিটের মত কোটিপতি হব,কেউ বা চিন্তা করে আমি সবার পছন্দের মানুষ রবিন্দ্রনাথের মত হব। আমি এনার আদর্শে বড় হব,ওনার আদর্শে বড় হব। আমি মাইকেল জেকশন হব,আমি শচিন ঠেন্ডুলকার হব। সবার বড় হাওয়ার ইচ্ছা অন্য কারও আদর্শে মত কিন্তু আমি আমার বাবার আদর্শে বড় হতে চাই। কেন জানি বাবা গুলো অন্যরকম হয়। নিজের ঔষধের টাকা বাজিয়ে ছেলের লেখাপড়ার খরচ দেয়। যেকোন ধরণের আনন্দমূখর সময়ে নিজের সূখ বিসর্জন দিয়ে নিজের বাচ্চার
সূখটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। ঈদের নিজের ছেঁড়া পাঞ্জাবিটা শিলাই
করে ছেলে কে নতুন একটা থাকাতেও আর একটা কিনে দেয়। এক সাথে খেতে বসলে ভাল মাংসটা বাচ্চার পেলেটে উঠে দেয়। বাবা কখনও ছেলের খারাপ চায় না। ছেলে খারাপ পথে গেল আগে বাবা এসে দাঁড়ায়। যাইহোক তুবুও কোন কুলাঙ্গার ছেলে আছে সব সময় বাবাদের কে কষ্ট দেয়। কিন্তু বাবার মন এতই বড় যে মারা যাওয়ার আগে আগেও বলে যে রাতে খাবি ঠিক মত। মায়ের কথা শুনবি মায়ের আর নিজের দিকে খেয়াল রাখবি।
সবার জীবনে শ্রেষ্ট একজন মানুষ হচ্ছে নিজের বাবা। নিজের অজান্তে ও কখনও নিজের বাবাকে কষ্ট দিও না। ওনার চোখের জলের ভর যে বই তে পারবে না। অনেক অনেক অনেক অনেকটা ভালবাসি বাবা তোমাকে।
হাজার সালাম রইল তোমার প্রতি।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জান্নাতের দরজা এই বাবাদের প্রতি যথাযথ দায়িত্ব-কর্তব্য পালনে আল্লাহর কাছে তৌফিক চাই!
পৃথিবীর সব বাবাদের জন্যেই শুভ কামনা!!!
মন্তব্য করতে লগইন করুন