* কার প্রচারণায় যাচ্ছেন? * >>> সালাহুদ্দীন মাসউদ

লিখেছেন লিখেছেন জেলপেন ২৬ এপ্রিল, ২০১৫, ০৮:৩৮:০৫ সকাল

এক শ্রেণির হুজুররা বারবার ভুল

করছেন। বিম্পিকে নির্বাচিত করতে

উঠে পড়ে লেগে যান, নির্বাচনের সময়

তারা বেশ কদরও পান কিন্তু নির্বাচন

পার হলেই নির্বাচিতরা হুজুরদেরকে

আর চেনেন না। এ কথা বারবার

হুজুররা ভুলে যান।

নির্বাচনের সময় মিছিলের আগে

হুজুরদেরকে রাখা হয়। হুজুর শ্রেণির

ভোট টানার বিশাল এক কৌশল। এই

কৌশলে তারা বারবার জিতে যাচ্ছে

আর হুজুররা ঠকেই চলেছেন। হুজুরদের

ঠকতে ঠকতে অভ্যাস হয়ে গেছে যেন।

অথচ হুজুররা কারো দালালি না করে

নিজেদের পায়ে দঁাড়ানোর চেষ্টা

করলে এতদিনে হয়তো একটি

অবস্থানে পৌছেঁ যেতেন। তঁারা

নিজেদের অবস্থান তৈরি করতে চান

না। অন্যদেরকে অবস্থান তৈরি করতে

সিড়িঁ হিসেবে ব্যবহার হতে বেশি

স্বাচ্ছন্দবোধ করেন।

চলতি সিটি নির্বাচনে ইসলামী দলের

আল্লাহওয়ালা প্রার্থী আছেন কিন্তু

ঐ এক শ্রেণির হুজুরের কাছে তাবিথই

বড় আল্লাহওয়ালা বলে মনে হচ্ছে।

দেখেন না, মাথায় পাগড়ি দিয়ে

কিভাবে একজন তাবিথের পাছা সুঙ্গে

বেড়াচ্ছে। লজ্জার কথা।

লাভ নাই। কোনোই লাভ নাই।

ক'দিন হয়তো চা নাস্তা খুব হবে,

কিছু পায়ছা-পাতি পাবেন কিন্তু এরপর

অফিসে গেলে আপনার সাথে দেখাও

করবে না। পরীক্ষা করে দেখার কথা

বলবো না কারণ বিষয়টি পরীক্ষিত।

বারবার পরীক্ষিত। তারপরেও তাদের

হুঁশ হয় না।

আমাদের এলাকার একজন হেফাজত ও

ইসলামী ঐক্যজোট নেতা আফসোস

করে আমাকে বারবার বলেছেন,

সালাহুদ্দীন! তুমি যে আমাকে বকা

দাও, ঠিকই বলো তুমি। কাজের সময়

ওরা আমাকে মিছিলের সামনে রাখে

কিন্তু কাজ শেষ হলে আর ডাকে না।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File