কেউ কি কিছু বলবেন?
লিখেছেন লিখেছেন জেলপেন ২১ এপ্রিল, ২০১৫, ১০:৪১:৫১ সকাল
'ভাত দে হারামজাদা, নইলে
মানচিত্র খাবো' - কথাটি মড়কের
সময়ে জাসদের পোস্টারের স্লোগান
ছিলো। এক দশক পরে সেটা রফিক
আজাদের কবিতার পঙক্তি হয়ে
গেলো!! এই কান্ডে খুব অবাক হই
নি।
'' ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় /
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ''-
কথাটি উর্দু কবি মীর দর্দের।এক
শতক পরে সেটা হয়ে গেলো
সুকান্তের '' অবিনাশী ' পঙক্তি!' এ
নজির দেখে তাজ্জব হই নি।
'' আমায় নত করে দাও হে তোমার
চরণধুলার তলে,সকল অপরাধ হে
আমার ভাসাও চোখের জলে''-
মদীনার ভালবাসায় মজ্জমান কবি
হাতিফি কথাগুলো লিখেছিলেন
ফার্সীতে।কিন্তু তা কয়েক শত বছর
পরে হয়ে গেলো রবীন্দ্রনাথের
নোবেলজয়ী কবিতা!!
অবাক এই কান্ডে আমি স্তব্ধ না
হয়ে পারি নি!!
বিষয়: সাহিত্য
১২৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন