একজন মুসলমান কেনো তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে?
লিখেছেন লিখেছেন জেলপেন ০৬ এপ্রিল, ২০১৫, ০৪:০৯:১৮ বিকাল
আমি মনে করি বর্তমান বিশ্বে একজন হিন্দু বা একজন খৃস্টান বিপদে পড়লে বা অনাহারে থাকলে সুদূর আমেরিকা থেকে হলেও তারা তাদের জাতিভাইয়ের সাহায্যে এগিয়ে আসে।
কিন্তু আমাদের চোখের সামনে একজন
মুসলমান বিপদে পড়লে অথবা অনাহারে থাকলে- আমরা তাকে বিন্দুমাত্র সাহায্য করি না। বরং তাকে নানাভাবে বিদ্রূপ করি।
আমাদের অনেকেই যথাযথভাবে যাকাত
দেই না। কেউ কাউকে সাহায্যে করি না।
আমরা মনে করি- যার বিপদ তারটা সে
দেখবে। আমি কেনো দেখবো! কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা কিন্তু মনে করে- সে আমার জাতি ভাই। তার জন্য সকল প্রকারের সাহায্য করা আমার উচিত । আমরা যদি বিষয়টি একটু ধর্মীয় আলোকে দেখতাম, তাহলে এই অনাকাংখিত পরিবর্তন দেখতাম না। হয়তো চিত্রটি অন্যরকম হতো। একজন মুসলমান কি শুধুমাত্র
টাকার লোভে তার জাতিসত্তা বিসর্জন
দেয়? এর দায় কি শুধুমাত্র তার? আমরা কি এর জন্য দায়ী নই?
আসুন ধর্মীয় আলোকে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রতি এই
দিকনির্দেশনা নিয়ে এগিয়ে আসি। দেখবেন- ইসলামের পতাকা কতো দ্রুত বড় হয়!
ইনশা আল্লাহ!
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক কারণের মধ্যে এটাও অন্যতম
অল্পকথায় খু-উ-ব-ই ভালো বলেছেন!
জাযাকাল্লাহ
কিন্তু আপনি বললেনঃ হিন্দু খৃষ্ঠানরা সূদূর আমেরিকা থেকে হলেও তারা জাতি ভাইদের সাহায্যে এগিয়ে আসে এই কথাটি আমি নানতে পারছি না। আমাদের গ্রামের দুই তৃতীয়াংশই হিন্দু, গরীব হিন্দুদের উপর ধনী হিন্দুরা কি নিষ্ঠুর আচরণ করে তা আমার চোখের দেখা। হিন্দুদের মধ্যে অগনিত জাতপাত রয়েছে, একে অন্যকে একেবারেই সহ্য করে না। বিস্তারীত জানতে কোন হিন্দু পাড়া থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।
পেট আগে ধর্ম পরে। ক্ষুধার রাজ্যে পৃথিবী যেমন গদ্যময়।
@ আবু সাইফ
@ আবু জান্নাত
মন্তব্য করতে লগইন করুন