অভিজিৎ হত্যার নেপথ্যে কারা ... ...?

লিখেছেন লিখেছেন জেলপেন ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৩৬:০৪ দুপুর

ইসলাম বিদ্ধেষী ব্লগার অভিজিৎ হত্যা... ...

একটু ভিন্ন দৃষ্টিতে দেখছি... ...

বইমেলা , অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এর নিরাপত্তা ঘেরা ।

চারিদিকে র্যাব , পুলিশ ও

বিজিবির আনাগোনা।

সাথে আছে সিভিল পোষাকে গোয়েন্দা কর্মকর্তা।

শাহাবাগ থেকে প্রথম চেকিং শুরু ,

দ্বিতীয় চেকিং হয় টি এস সির

মোরে , তৃতীয় চেকিং বইমেলার গেইটে ।

অন্যদিকে জাতীয় ঈদগাহের

সামনে প্রথম চেকিং ,

দ্বিতীয়টা দোয়েল চত্তরের

মোরে তৃতীয় চেকিং বইমেলার গেইটে । এই রাস্তা গুলাতে প্রতি২ হাত অন্তর অন্তর প্রায় ১০-১২ জন করে পুলিশ , র্যাব ও বিজিবির সদস্য

মোতায়েন করা ।

সাধারনত হাতে ব্যাগ থাকলেই

সেই ব্যাগ চেকিং হয় মিনিমাম দুই জায়গায় ।

আর সাথে অস্ত্র নেওয়া তো দুরের

কথা । এরকম নিরাপত্তা সম্ভবত

প্রধানমন্ত্রী ও

রাষ্ট্রপতির বাসভবন এর

নিরাপত্তার চেয়েও বেশী।

এরকম একটা নিরাপত্তাবহুল

জায়গায় দুজন নর-নারীকে ৫ মিনিট

সময় ধরে কুপিয়ে একজন হত্যা ও

আরেকজনকে জখম করে চলে গেলো কিন্তু পুলিশ টের ই পেলনা ??

টি এস সি থেকে খুন

করে খুনি নিশ্চয়ই তিন

জায়গা ছাড়া অন্য কোন

জায়গা দিয়ে পালাতে পারবেনা ।

একদিকে কলাভবনের দিকের

রাস্তা তাও পুলিশ বেষ্টনী ,

অন্যদিকে শাহাবাগের

রাস্তা তাও পুলিশের করা নিরাপত্তা, অন্যদিকে দোয়েল চত্তরের দিকের

রাস্তা । আর রমনা তে ঢুকার প্রশ্নই আসেনা ।

তবে এতো নিরাপত্তার

মাঝে দিয়ে খুনি পালালো কিভাবে???

অবশ্যই কোটি টাকার প্রশ্ন থেকেই

যায় !!

তবে কি ধরে নিবো যারা নিরাপত্তার

কাজে জড়িত এবং যাদের

আদেশে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার কাজে নিয়োজিত তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ??

অথবা তাদের মধ্যেই

লুকিয়ে থাকা সরকারের

গুপ্তচরেরা এই কাজ ঘটিয়েছে নিরাপত্তা কর্মীদের নিরাপত্তার মাধ্যমে??

নিঃসন্দেহে ধরে নেওয়া যায়

এটা বর্তমান কোন

ইস্যুকে ধামাচাপা দিতে নতুন কোন

ইস্যু সরকারের ।

এদিকে ভারতের পররাষ্ট্র সচিব

জয়শঙ্কর বর্তমানে ঢাকায়

অবস্থান করছেন , এই

সময়ে হয়তো একটা হিন্দুর লাশ ফেলা খুব জরুরী ছিল,

বাংলাদেশকে জঙ্গি হিসেবে উনার

কাছে তুলে ধরতে ।

আর অভিজিতের চাইতে এত

ভালো লাশ প্রধান মন্ত্রী আর কোথায় পাবে? তাই হয়তো সরকারের এবারের ঢিল

অভিজিতের উপরেই পরলো ।

এক ঢিলে কয়েক পাখি মারার

মতো ঘটনা ।

এই সহজ ও স্বাভাবিক

কথাটা আমি আপনি ও জনগন বুঝলেও

বুঝবেনা ইমরান রা ,

বুঝবেনা লাকিরা ,

বুঝবেনা শাহাবাগের

বিরিয়ানি যোদ্ধারা ।

আগামীকাল ঠিকই বিরিয়ানির

দামী প্যাকেট যখন হাজির

হবে তখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ

শুনা যাবে শাহাবাগের মোর

থেকে ।

ভুলে যাবে আজকের অভিজিতের

মৃত্যুর কাহিনী ।

আবার সেই বিরিয়ানির

আসরে নাটকের অংশ

হিসেবে পুলিশের গরম

পানি নিক্ষেপ ও থাকবে জনগনের

চোখ কে ধোঁকা দিতে ।

ইমরানরা , ও লাকিরা আজকের এই

ঘটনা থেকে শিক্ষা নাও ,

প্লীজ মাফ করবেন....

আমি কোন রাজনীতি করি না।

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306358
২৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : যেভাবে এই রামছাগুনে নিয়ে ফেইচবুকে লেখালেখি হচ্ছে তাতে মনে হচ্ছে আজকের মধ্যেই মরা অভিজিত বিখ্যাত হয়ে যাবে।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৩
247982
জেলপেন লিখেছেন : এটাই সিস্টেম হয়ে যাচ্ছে! ✔
306359
২৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৮
হতভাগা লিখেছেন : নিরাপত্তা প্রদানকারী সংস্থার লোকজন বলেছে যে , তারা মেলার নিরাপত্তার বিধানে আছে , সেভাবে তারা দেখছেও । কিন্তু কারও সাথে যদি কারও ব্যক্তিগত শত্রুতা থাকে তাহলে তো সেখানে নিরাপত্তা দেওয়া কঠিনই হয়ে পড়ে ।

তবে কথা হল এটা যে , অভিজিত ও তার স্ত্রীকে যারা কুপিয়েছে তারা তো আর খালি হাতে কোপায় নি !

যে অস্ত্র দিয়ে কুপিয়েছে সেটা কি তল্লাশীর সময় ধরা পড়ে নি ?
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৪
247983
জেলপেন লিখেছেন : এটাই তো প্রশ্ন! অস্ত্র পেলো কোথায়?
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪২
247987
শেখের পোলা লিখেছেন : বেড়াতেই হয়ত ফষল খেয়েছে৷ তাই বেড়া দিয়েও ফষল বাঁচানো গেলনা৷
306367
২৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই প্রশ্নের জবাব পাওয়া যাবেনা কখনই।
306401
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৯
জেলপেন লিখেছেন : যেভাবে সোনালি ব্যাংক ডাকাতির কাহিনী জানা যায় নি; যেভাবে পিলখানার আসল রহস্য আজও উদ্ঘাটিত হয় নি; যেভাবে ... ... যেভাবে ... ...
306456
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৪৩
জেলপেন লিখেছেন : ঠিক বলেছেন! @ শেখের পোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File