★ জাহেলী যুগ ও বর্তমান যুগ ★
লিখেছেন লিখেছেন জেলপেন ২৯ নভেম্বর, ২০১৪, ০২:২৮:৪১ রাত
_____________________________
★ জাহেলী যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো।
→ বর্তমান যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর
দেওয়া লাগে না। অপমানের
গ্লানি নিয়ে তারাই আত্নহত্যা করে।
★ জাহেলী যুগে নারীদের পন্যের মত
বিক্রী করা হতো।
→ বর্তমান যুগে নারী বিজ্ঞাপনের মডেল বানিয়ে পন্যের সাথে বিক্রী করা হয়।
★ জাহেলী যুগে স্বামী ও পিতার সম্পত্তিতে নারীর কোন উত্তরাধীকার
ছিলো না। ইসলাম এসে দিয়েছে সেই অধিকার।
→ বর্তমান যুগে ইসলামের
বিধানকে চ্যালেঞ্জ করে নারীরা সমঅধিকারের আন্দোলন করছে। কারণ, তারা মনে করছে- ইসলামে নারীদের ঠকানো হয়েছে।
★ শ্রদ্ধা ও সম্মান এবং এ জাতীয় বিষয় নিয়ে নারীরা চিন্তাও করতো না। তাদের ক্ষেত্রে এগুলো ছিল কল্পনা বিলাসমাত্র।
→ বর্তমান যুগে নারীদের সম্মানের অবস্থা তো আমাদের চোখের সামনে।
(নারীদের শরীরে আছে এলার্জি, তাই তারা শরীরে কাপড় রাখতে পারে না।
এটা তো আমাদের পুরুষদের বুঝতে হবে।)
★ জাহেলী যুগে নারীদেরকে দ্রুতগামী উঠের পিছনে বেধে দেওয়া হতো এবং উত্তপ্ত বালুর মধ্যে হেচড়ানো হতো। অসহায়
নারীটি পিছনে যত বেশী চিৎকার করতো, পুরুষরা তত বেশী মজা পেতো।
→ বর্তমান যুগে নারীদেরকে চলন্ত বাসে ধর্ষণ করা হয়।
http://gelpenbd.wordpress.com
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন