♦ সবার দৃষ্টি আকর্ষণ করছি ♦

লিখেছেন লিখেছেন জেলপেন ২৪ নভেম্বর, ২০১৪, ০৯:০১:১০ সকাল

আমি ব্লগে নতুন। তাই সবার কাছে আবেদন হলো-

১. আমাকে সবাই এ ব্যাপারে সাধ্যমত সাহায্য করবেন।

২. আমি ব্লগে ফটো যোগ করতে পারছি না। আমাকে কি নিয়ম বলে দেবেন?

৩. আমি প্রতি মন্তব্য বা রিপ্লাই করতে পারি না। আমাকে সাহায্য করুন!

৪. আমি কাউকে প্রিয়তে রাখতে পারছি না। কারণ, প্রিয় ... এবং ব্লক... একসাথে ব্রাউজ হয়ে যায়। আমাকে টিপসটা দেবেন?

৫. মানুষের কাছে আমার ব্লগ প্রচার করা যাবে কি না? গেলে কিভাবে প্রচার করবো?

৬. ব্লগে কোনো প্রিয় লেখককে মেসেজ করা যায় কি না? মেসেজ করা না গেলে কিভাবে যোগাযোগ হবে?

প্লিজ! হেল্প মি!

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287452
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৫
কাহাফ লিখেছেন :
টুডে ব্লগে আপনার আগমনে অভিনন্দিত শুভেচ্ছা জানাচ্ছি!
আপনার আশে-পাশে কারো কাছ থেকে সরাসরী এ বিষয়ে হেল্প নিলেই ভাল হয়! Rose Rose Rose
287454
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:১০
জেলপেন লিখেছেন : আমার আশেপাশের কেউ ব্লগার নয়।
287471
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:০১
নারী লিখেছেন : ব্লগ টিউটোরিয়েল ভালো ভাবে পড়েছেন? আমিও নতুন। আমারও একটু সমস্যা হয়েছিল।
287486
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৬
egypt12 লিখেছেন : স্বাগতম...ব্লগ টিউটোরিয়াল ভালো ভাবে পড়ুন এবং ব্লগিং করে যান অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাপি ব্লগিং Rose
287519
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন!!
ব্লগ টিউটোরিয়াল এর সাহাজ্য নিন।
এই ব্লগে মেসেজ অপশন নাই।
287801
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
লজিকাল ভাইছা লিখেছেন : স্বাগতম এই ব্লগে । ব্লগ টিউটোরিয়াল টি ভালোভাবে পড়ুন, আশা করি সমস্যা সমাধান হবে। Rose Rose Rose Rose Rose
288119
২৬ নভেম্বর ২০১৪ রাত ০৩:২৫
জেলপেন লিখেছেন : সবাইকে ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File