♦ সবার দৃষ্টি আকর্ষণ করছি ♦
লিখেছেন লিখেছেন জেলপেন ২৪ নভেম্বর, ২০১৪, ০৯:০১:১০ সকাল
আমি ব্লগে নতুন। তাই সবার কাছে আবেদন হলো-
১. আমাকে সবাই এ ব্যাপারে সাধ্যমত সাহায্য করবেন।
২. আমি ব্লগে ফটো যোগ করতে পারছি না। আমাকে কি নিয়ম বলে দেবেন?
৩. আমি প্রতি মন্তব্য বা রিপ্লাই করতে পারি না। আমাকে সাহায্য করুন!
৪. আমি কাউকে প্রিয়তে রাখতে পারছি না। কারণ, প্রিয় ... এবং ব্লক... একসাথে ব্রাউজ হয়ে যায়। আমাকে টিপসটা দেবেন?
৫. মানুষের কাছে আমার ব্লগ প্রচার করা যাবে কি না? গেলে কিভাবে প্রচার করবো?
৬. ব্লগে কোনো প্রিয় লেখককে মেসেজ করা যায় কি না? মেসেজ করা না গেলে কিভাবে যোগাযোগ হবে?
প্লিজ! হেল্প মি!
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুডে ব্লগে আপনার আগমনে অভিনন্দিত শুভেচ্ছা জানাচ্ছি!
আপনার আশে-পাশে কারো কাছ থেকে সরাসরী এ বিষয়ে হেল্প নিলেই ভাল হয়!
ব্লগ টিউটোরিয়াল এর সাহাজ্য নিন।
এই ব্লগে মেসেজ অপশন নাই।
মন্তব্য করতে লগইন করুন