★ ঝিঙে মাচায় দু'টি পাখি ★ ------ মানসূর আহমাদ
লিখেছেন লিখেছেন জেলপেন ২২ নভেম্বর, ২০১৪, ১০:৪৬:৫৭ সকাল
______________________
ভোরবেলা ওঠে দেখে
মোর দু'টি আঁখি,
ঝিঙে মাচে বসে আছে
নীল দু'টি পাখি!
পিঁউ পিঁউ ডাকে তারা
ডালে ডালে বসে,
মূলে তারা বলে কথা
নেচে হেসে হেসে!
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন