দুই মহিলা মন্ত্রীর উচ্চতার ফারাক নিয়ে খুব হাসছে ওয়েব বিশ্ব

লিখেছেন লিখেছেন হ্যান্ডকাফ ১৭ নভেম্বর, ২০১৪, ১০:০২:১৫ রাত



সাউথ ক্যারোলিনার গর্ভনর নিক্কি হেলি। ভারতীয় বংশোদ্ভূত নিক্কি এসেছেন ভারত সফরে। আজ সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যান নিক্কি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও যৌথভাবে উন্নয়ন নিয়ে দু মহিলা রাষ্ট্রপ্রধান কথা বলেন।

কিন্তু সবচেয়ে মজার ঘটনাটা ঘটে নিক্কি উঠে দাঁড়াতেই। নিক্কির প্রায় কোমরের নিচে দাঁড়িয়ে থাকেন সুষমা। এই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হচ্ছে।

বিষয়: বিবিধ

১৭০২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285302
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Surprised Yawn Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
মেয়ে গালিভার আর লিলিপুট!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File