নারী নামের পণ্য অামি, দেখো আমায়!!

লিখেছেন লিখেছেন নারী ১৩ মে, ২০১৬, ০৮:৩৩:৩৬ রাত



অামি সুন্দরী,দেখো আমায়

নারী নামের পণ্য অামি,

দেখো অামায়।

কেশ ছাড়ি, কেশ বাধি রঙে ঢঙে

দেখো অামায়।

অামি সুন্দরী,

অঙ্গ ঢাকি,অঙ্গ দেখাই

যুগের সাথে তাল মিলাই,

নাচতে হলে নাচি,গাইতে হলে গাই

সেখানেও অঙ্গ দেখাই।

দেখো অামায়।

অামি সুন্দরী,

হতে আরো চাই,দেখাতে চাই আরো

এতেই তৃপ্তি পাই

জন্মথেকেই দিতে থাকে আমায় সৌন্দর্যের শিক্ষা

দেখো আমায়।

অর্থ হোক বেশী বা কম,এমনকি বিনামূল্যেও

দেখাতে রাজি হতে পারি,

এই তো সুযোগ প্রমাণের

আমি সুন্দরী।

আমি আকর্ষণীয় পণ্য

চোখে দেখে না হয় ছুয়ে,

উপস্থিতি পেলেই পিঁপড়া মত তারা আসে নগণ্য।

ক্ষুদ্র কাগজেও রাখে আমায়,

উদ্দেশ্যহীন চলমান দৃশ্যে আমি,

সর্বদাই আমি...

নিজে না গাইলেও গায়কের পাশে আমি,

তারা তো গান দেখছে না,

দেখছে আমায়

আমি সুন্দরী,

নারী নামের পণ্য আমি!!

দেখো আমায়।

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368958
১৩ মে ২০১৬ রাত ০৯:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এসব কথাগুলো প্রতিটি সচেতন মেয়ের কাছে অপমানজনক। গুটিকয়েক খারাপ মেয়ের বাজে কাজের দায়ভার কেন সব মেয়ে বহণ করবে? অন্য় কেউ এই কবিতায় বাহবা দিলেও আমি দিতে পারছিনা। প্রত্যেকেই নিজ নিজ কাজের জন্য় দায়ী, অন্য় কেউ তার দায় বহণ করবেনা। আগেও বলেছি নিজেকে মানুষ থেকে বেশি নারী বা পুরুষ ভাবা-আমার কাছে মানুষিক অসুস্হত মনে হয়। দুঃখিত যদি কষ্ট দিয়ে থাকি।
১৪ মে ২০১৬ সকাল ০৫:৫৬
306259
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখানে আপনার এতো এলার্জি কেন! সেটাই তো বুঝতে পারছিনা। সবাই বাস্তবতা বুঝতে অপারগ, আর আপনি একাই সক্ষম। গুড।
গুটি কয়েক বলছেন কেন? আসলেই কি গুটিকয়েক!
বেশি দূরে নয়, আপনার আমার মা খালা বোন এই সবের মধ্যে একটু চোখ বুলিয়ে দেখুন, প্রদর্শনেচ্ছার রোগটা কম নাকি বেশি।
368992
১৪ মে ২০১৬ সকাল ১১:৪৪
আবু জান্নাত লিখেছেন : দুনিয়া থেকে হায়া শরম বিদায় নিলে যা হয় আরকি। আত্ম মর্যাদাহীন মিডিয়াগুলো চাচ্ছে সব মেয়েরাই পন্য হয়ে যাক। তাতে শিয়াল মামা বেজায় খুশি।

369058
১৪ মে ২০১৬ রাত ১০:৩১
হতভাগা লিখেছেন : আপুজি মনে হয় দেখতে খুব একটা সুন্দর না , সেজন্যই হিংসা নিয়ে অপরাপর সুন্দরী মেয়েদের নামে এরকম টিপ্পনী মূলক ছড়া লিখেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File