VPN এর মাধ্যমে ব্লগে আসা,প্রায় বিডি টুডে ব্লগ ছাড়ার মত অবস্থা
লিখেছেন লিখেছেন নারী ০৩ মে, ২০১৬, ০৬:৫৫:৪২ সন্ধ্যা
জ্বি..আমি প্রায় ৫ মাস ধরে ব্লগে আসতে পারিনি।প্রথম প্রথম আসতে পারিনি কাজের ব্যস্তায় আর পরে হলো নতুন সমস্যার কারণে যেটা হলো যেখানেই হোক আমি ব্লগের পেজে ঢুকতেই পারছিনা.
প্রথমে যখন চেষ্টার পরেও পেজ আসতো না ভেবেছিলাম হয়ত নেট কানেকশনের সমস্যা। দিন যেতে যেতে মাস তাও একই জিনিস। ব্লগের লিংকে প্রেস করার পর কিছুদূর গিয়ে আর লোড হয় না এক সময় বলে ইরোর।তারপর যখন দেখলাম পিসি,মোবাইল,আরেক বাসার পিসিতেও একই জিনিস হচ্ছে ভাবলাম আমাকে ব্লগ থেকে ব্লক দিয়েছে নাকি?
ঐ একই সময় অন্যান্য ব্লগে ঠিকই ঢুকতে পারছি শুধু বিডি টুডে ব্লগেই পারছিনা।
তারপর ভাবলাম টুডে ব্লগ ব্যান হলো নাকি আবার?সেজন্য ফেসবুকে বিডি টুডের একজন ব্লগার প্রথমে জানতে চাইলাম সে ঢুকতে পারে কিনা।তিনি পারেন। তার কোনো সমস্যা নেই। এবং তিনি বললেন এমন ব্যাপার তো কখনও শুনে নাই।আমার সমস্যার সমাধান দিতে পারেনি।
মাসের পর মাস যেতে হাল ছেড়ে দিলাম।কোনো ভাবেই যেহেতু পারছিনা বিডি টুডে ব্লগিং করা ছেড়ে দিতে হবে।ফেসবুকে এনাউন্স করলাম কেউ সমাধান দিতে পারছেনা ছেড়ে দিতে হচ্ছে। যেখানে আরেক বিডি টুডে ব্লগার আপা তার ব্লগে ঢুকতে বললেন সেও উপায় খুঁজে না পেয়ে এক ভাইকে মেনশন করলো।
তিনি ভিপিএনের মাধ্যমে চেষ্টা করে দেখতে বলেন।এপ নামাতে বলেন।
অবাক হলাম ভিপিএন দিয়েই পেজে ঢুকছে? এডমিনকে ইমেইল দিয়েছিলাম কিন্তু উত্তর পাইনি।
আমিই কি এই সমস্যার স্বীকারী শুধু?আর কেউ কি আছেন?এটা কেন হচ্ছে কারণ কি কেউ জানেন?
আমি আসতে না পারায় দুঃখিত।অনিয়মিত ছিলাম তাই অনেকেই রেগে ছিলেন।তাই এখন বলা।
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার এসতে পেরেছি তাই ভালো লাগছে
এত মাস না আসার কারণ তো
লিখলামই
আপনাদের পোস্ট পড়তেও পারিনি,নিজেও লিখতে পারিনি।এখন থেকে নিয়মিত হব ইনশাআল্লাহ্
কিন্তু কি ভালো লাগলো তা কি জানা যায়?
যেখানে ফাউ কারণে ফেসবুক বন্ধ হয় সেখানে তো ব্লগ বন্ধ হওয়া কিছুই না
আপনারও কি এরকম সমস্যা হয়েছিল প্রবাস ভাই?
অনেক চেষ্টা
করেছিলাম
আমি আপনার রিপ্লাই দেখেছি।
যাই হোক আলহামদুলিল্লাহ্ ভালো আছি।আপনার কি খবর?
রোগগ সেরেছে?
যাই হোক শুনে ভালো লাগলো।আশা করি পুরোপুরি সুস্থ হন।দোয়া রইল।
ব্লগে যেসব ব্লগাররা আমার খুব কাছের মনে হয়, তাদের মাঝে আপনি একজন। ধন্যবাদ আপু।
কাছের মানুষ ভেবে ভালো লাগলো কিন্তু পুরুষ মানুষদের আমার তুমি বলতে এবং যদি বয়সে বড় তাহলে তো আরো বেশী
সেখানে মেয়ে মানুষ হলেও আপনি বলি।
শ্রদ্ধা আর কিছুই না
সবাইকেই সম্মান দিতে ভালো লাগে।তুমি তে সেই জিনিসটা থাকে থাকে আন্তরিক।দুইটা দুই ধরনের।
আংগো সোবাহান হুজুরে সালাম নিয়েন -- হুজুরে আন্নের লাই দোয়া কইরছে আন্নে যেন সহি সালামতে ব্লগিং কইরতা হারেন
আমার এই সমস্যা কি অনেকেরই হয়েছে?
আমিও প্রায় সমস্যায় পড়ি, কিন্তু নানান কায়দা করে ঠিকই ঢুকে পড়ি।
ব্লগে এখনও স্বাভাবিকভাবে ঢোকা যায়না।
যাক অনেক দিন পর, কি দিয়ে মেহমানদারি করি। তবুও শুকনো সৌজন্যতা, অভিনন্দন আপনাকে।
আর অনেক কায়দা আমিও চেষ্টা করেছিলাম।পারিনি তাও।ওহিদুল ভাই ভিপিএনের আইডিয়া না দিলে হয়ত ব্লগিং ই বাদ দিতে হোত।আমার স্বামীর মাথায়ও এই আইডিয়াটি আসেনি।
আবার আসতে পারলাম যে এটাতেই অনেক ভালো লাগছে।অভিনন্দনের জন্য ধন্যবাদ
ধন্যবাদ।
এখন থেকে নিয়মিত আসার চেষ্টা করব। সমস্যা যেহেতু মোটামুটি কেটেছে।
এখনও আছে।এমনি কখনও ঢুকেনা।প্রক্সি লাগে।
ধন্যবাদ স্বাগতমের জন্য
Admin shaheb needs to make a sticky post containing all active link for this website, maje maje ekta kaj kore onnota kore na, korleo aje baje advert ashe.
ধন্যবাদ
সব আপনাদের জন্যই এত ভালো লাগা।
মন্তব্য করতে লগইন করুন