To-let With Wifi
লিখেছেন লিখেছেন নারী ১৩ আগস্ট, ২০১৫, ০৯:৪০:৫৫ রাত
অনেক দিন পর ব্লগে আসা।সময় পাইনা।এখনও ব্যস্ত।বাসা নিয়ে।বাসা খুঁজছি।খুঁজে যা পেয়েছি তা হলো,বর্তমানে ভালো বাসা পাওয়া হাতে চাঁদ পাওয়ার মত।অবশ্য এটা ঢাকায়ই।
দুই একটা রুমের জন্যও উচ্চ মধ্যবিত্ত হতে হবে।তাছাড়া উপায় নেই।নিন্মতু মধ্যবিত্ত তো বাদই দিলাম।ছোট ছোট দুইটা রুমের দাম যদি বলে ১২০০০ তখন আর কি বলব।
To-let দেখতে দেখতে Too late হয়ে যাচ্ছে।
এখন আবার নতুন জিনিস জানলাম।পানি,গ্যাস,বিদুৎ সুবিধার সাথে ওয়াইফাই এর সুবিধা আছে। সামনের প্রজন্মে আরো কত সুবিধা যোগ হয় কে জানে....
ব্যাপারটা দেখে আমি অনেকক্ষণ হাসলাম
সভ্যতা যতই আগাচ্ছে মানুষ হচ্ছে ততই অসভ্য ততই পাগল।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ কোথায় আছে এই পিছ ?
দুই তিনটা রুম ভাড়া এডে দেখলাম লিখা Wifi available আবার কোনোটাতে লিখা also with wifi এটা দেখে আমি মাথায় হাত দিলাম।
১৫,০০০ টাকা এর নিচে আপনি নুন্যতম ভালো বাসা আসা করতে পারবেন না ।
আর আমি ওয়াইফাই কেনই বা খুজব?টুলেট সাবলেট দেখতে দেখতে কয়েকটা এরকম দেখলাম।
আমিও এক্সপ্রিয়েন্সড......তবে উইদআউট ওয়াই ফাই.....
ভাড়া প্রচুর!.......হু হু হু
মন্তব্য করতে লগইন করুন