"থুথু ফালানোর চেয়ে গিলে ফেলা ভাল"

লিখেছেন লিখেছেন নারী ১৩ নভেম্বর, ২০১৪, ১১:৩৮:২২ রাত

কিছু কিছু সময়ে আমাদের মাঝে দেশের যত্ন নেওয়ার ব্যাপরটা মাথায় কাজ করে।দেশটাকে একটু পরিষ্কার রাখি। তখন পড়তে হয় নানা ধরনের সমস্যায়। আমি আমার এক স্যারের আর তার বন্ধুর ব্যাপারে বলি। স্যার কলা খাচ্ছেন তার বন্ধুকে জিজ্ঞেস করল,

"কলার ছোকলা কই ফেলি?"

"আরে ধুর! ফেলে দে!'

এই বলে উনার বন্ধু ছোকলাটা হতে নিয়ে উল্টা দিকে ফেলে দিল। রাস্তায় গিয়ে পড়ল। দূর থেকে একটা সিএনজি আসছে। কলার চামড়ায় চাকা পড়ার সাথে সাথেই ড্রাইভার ভারসাম্য হারিয়ে ফেলল। বাঁকা তারা করে চালিয়ে গেল। ভাগ্যিস দূর্ঘটনা হয়নি! এটা দেখে দুই জনই খুব ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি চামড়াটা হাতে নেয়। এবার এটাকে কোথায় ফেলা যায়? তারপর একটা দোকানের সামনে ফেলল। দোকানদার দোকান খুলতে গিয়ে পিছলা খেল।চিল্লানোর শুরু করল। কলার চামড়া এখানে কেন ফেলেছে? তারপর আবার তুলল ছোকলাটা। হাতে করে ঘুরছে কোথায় ফেলবে।রাস্তাঘাটে ফেললে বিপদ। তারপর দুইজন চিন্তা করল কোনো এক বাসার সামনে ফেলবে। একটা বাসার সামনে ছুড়ে মারল। বাড়িওয়ালা দেখে চ্যাঁচা মেচি শুরু করল। বাসার সামনে কে কলার চামড়া ফেলেছে। কি মুশকিল! তাহলে কোথায় ফেলবে? আধা ঘন্টা ধরে তারা এই কলার চামড়া নিয়ে ঘুরছে। কোনো ডাস্টবিনও পাচ্ছেনা। দুইজন হাটতে হাটতে অনেক দূর গেল। শেষে একটা খাল দেখল। যাক! এবার কোনো সমস্যা নেই। খালের কাছে এসে ছুড়ে মারল পানিতে। দুইজন তাকিয়ে আছে।তার বন্ধু বলে উঠল,

"এবার খাল দুষিত হল!"

যাই হোক। ভালো থাকার ইচ্ছা করেও পারল না। আমার নিজের ক্ষেত্রেও এমন হয়েছে অনেকবার। রিক্সায় বসে বসে কিছু খাচ্ছি। খাওয়া শেষে প্যাকেট কই ফেলব তা নিয়ে চিন্তায় পরে যাই। কোনো উপায় না পেয়ে।ব্যাগে ঢুকাই।তারপর বাসায় গিয়ে ডাস্টবিনে ফেলি।(সব সময় না।যখন মনে পড়ে)

কি বলব?অতি সংক্ষিপ্ত।সরকারের উচিত বিভিন্ন জায়গায় ডাসবটবিনের ব্যবস্থা করা।আর আমাদের উচিত একটু ধর্য্য ধরে আবর্জনা ডাস্টবিনে ফেলা।

স্যারের একটা কথা মনে পড়,

"থুথু ফালানোর চেয়ে গিলে ফেলা ভালো"

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284071
১৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৮
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ আপনাকে।
284085
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৩
কাহাফ লিখেছেন :
সচেতনতা মুলক সুন্দর উপস্হাপনা! অনেক ধন্যবাদ জানাই আপনাকে!!!
Rose Rose Rose
284107
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৭
হতভাগা লিখেছেন :
' দূর থেকে একটা সিএনজি আসছে। কলার চামড়ায় চাকা পড়ার সাথে সাথেই ড্রাইভার ভারসাম্য হারিয়ে ফেলল। বাঁকা তারা করে চালিয়ে গেল। ''


০ কলার ছোকলায় পা পিছলে মানুষের ব্যাথা পাবার অনেক কাহিনী আছে ।

কিন্তু সিএনজির চাকাও পিছলা খেয়ে যায় , ফলে ড্রাইভার ভারসাম্য হারিয়ে ফেলে !

এটা এই প্রথম শুনলাম । তাহলে তো রিকশা , মটর সাইকেলও আরও বেশী সমস্যায় পড়বে ।

পুরাই টেনশন লাগাইয়া দিলেন

সারা ঢাকা শহর ডাস্টবিনে ভরপুর । এর মধ্যে থাকা উপচে পড়া ময়লার গন্ধে টেকা যায় না । রাস্তার মধ্যে বিশাল বিশাল ডাস্টবিন রাখার ফলে রাস্তাতে হরহামেশা জ্যাম লেগেই থাকে / আটকে থাকা গাড়িগুলো এসে দাঁড়াতে বাধ্য হয় ডাস্টবিনের সামনে ।

এত সাত পাঁচ না ভেবে একটু সেফ জায়গায় ফেলে দেবেন। ডাস্টবিনের খোঁজ করতে করতে সময় নষ্ট হবে ।

বাংলাদেশে এটাই স্টাইল।
284191
১৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১২
নারী লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ...লজিকাল ভাইছা
284193
১৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
নারী লিখেছেন : স্বাগতম। কাহাফা ভাইয়া। Happy
284194
১৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৭
নারী লিখেছেন : হাহাহা...।আমি নিজেও প্রথম শুনলাম।কি করব?

আর কোন জা্যগায় ফেললে সেইফ আপনিই বলেন? হতভাগা ভাইয়া
287495
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
যা বলতে চাই লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৫
231412
নারী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File