জামায়াত ইসলামের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করা সময়ের দাবী

লিখেছেন লিখেছেন এ্যাডভোকেট আব্দুল্লাহ মারজান ১৫ নভেম্বর, ২০১৪, ১২:০৬:৩৮ দুপুর

নিসন্দেহে বলা যেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী বংলাদেশর সবচেয়ে বৃহৎ আদর্শিক ও সুসংগঠিত দল। বতর্মানে বাংলাদেশের আপামর জনগণ জামায়াত কে দেশের স্বাধীনতা সারভৌমত্বের রখ্খক মনে করছে, ঠিক সেমুহুরতে জামায়াতের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য ভিবিন্ন ষড়যন্ত করা হচ্ছে তন্মমধ্যে অন্যতম হলো মিথ্যা বানোয়াট প্রচার প্রপাগাণ্ডা, এমন কি মিথ্যা গল্প সাজিয়ে কোমলমতি শিশু -কিশোরদের মাঝে জামায়াত সম্পরকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম একটি ভূল ধারণা নিয়ে বেড়ে উঠছে। অতএব সচেতন মহল মনে করছেন যেহেতু হলুদ ও চাটুকার মিডয়ায় চয়লাব সমগ্র বাংলদেশ তাই এমতাবস্থায় ভবিষ্যৎ কর্ণধারদের নিকট মিথ্যা ও বানোয়াট প্রচার প্রপাগাণ্ডার অপনোদন কল্পে জামায়াতের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণের হৃদয়ে স্থান করে নিবে। প্রতিপক্ষ কে এই ইসু কাজে লাগাবার সুযোগ চিরতরে বন্ধ করে দিতে হবে, তাই আজ সময়ের দাবী জামায়াত নতুন নামে নতুন কলরবে জনগণের হৃদয়ে স্থান করে নিক।

বিষয়: বিবিধ

২৪০১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284404
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২২
কাহাফ লিখেছেন :
মিথ্যা-বানোয়াট প্রচার প্রপাগান্ডায় হলুদ ও চাটুকার মিডিয়া অনেক কিছুই করতে পারে সত্যি!তবে তা সাময়িক ভাবেই!
বর্তমান জামাতের নাম বদলই সমস্যার সমাধান এমন আশা করা কেমন হয়ে গেল না!!
জামাতের বিরোধিতার আড়ালে ইসলাম কে দমানোই উদ্দেশ্য জালিমদের!
284416
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২৯
এ্যাডভোকেট আব্দুল্লাহ মারজান লিখেছেন : শিবিরের কথায় দরুন ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় তাই প্রচার প্রপাগাণ্ডা করে ও কনো লাভ হয় না, তাই তাদেরকে আমরা এই সুযোগ দিব কেন? জনাব কাহাফ, আমাদের সামনে তো তুরস্কের উদাহরণ রয়েছে।
287023
২৩ নভেম্বর ২০১৪ রাত ০২:০৩
যা বলতে চাই লিখেছেন : জামায়াতের দায়িত্বশীল গণ বিষয়টি নিশ্চয়ই ভাবছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
289226
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
এ্যাডভোকেট আব্দুল্লাহ মারজান লিখেছেন : ভালো লাগলো 'যা বলতে চাই'

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File