হলুদ সাংবাদিকতায় বাংলদেেশর সফলতার প্রধান অন্তরায়
লিখেছেন লিখেছেন এ্যাডভোকেট আব্দুল্লাহ মারজান ১৪ নভেম্বর, ২০১৪, ০৭:২৪:৩৯ সন্ধ্যা
আমাদের বাংলদেশে কি নেই সবই আছে শুধু নেই সুশাসন, যার ফলে আমরা উন্নত বিশ্বের কাতারে শামিল হতে পারছিনা। অতি বেদনার সাথে আমাদেরকে সয্য করতে হচ্ছে চাটুকার মিডিয়া এবং সাংবাদিকতার, যারা কুশাষকদের পাচাঁটা গোলামে পরিণত হেয়েছে, তারা সত্য ঘটনা তুলে না ধরে মিথ্যা ভূয়া সংবাদ প্রচার করছে, যার ফলে শাষকগোষ্ঠী জনগণের সাথে দেশর সাথে প্রতারণা করে নিজেদের আখের ঘোচাচ্ছেন। সাংবাদিক ভাইদের উচিৎ সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার করে শাষকগোষ্ঠী মুখোশ উন্মোচন করে অপরাধ করা থেকে বিরত রাখা, তাহলে জনগণের আশা আকাংখা পূরণ হবে, বাংলদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াবে ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন