মুসলিম হওয়ার পরেও কারা ইহুদি ?

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ১২ নভেম্বর, ২০১৪, ১০:১২:৫২ রাত

রাসুল ছাঃ বলেছেন আমার উম্মাত ইহুদী খৃষ্টানদের অনুসরণ করবে। কিন্তু আলেম ওলামাও যে ইহুদী সিনাগগের ধর্ম গুরুদের অনুসরণ থেকে বিরত থাকবেনা ত হয়তোবা অনেকেই ভাবেন না। কিন্তু দুঃখ জনক হলেও সত্য একদল আলেম ওলামা চিরদিন থাকবে যারা ইহুদীদের মত কুরআন ও হাদীসের তাবিলের মাধ্যমে তথা দূরবর্তী ব্যাখ্যার মাধ্যমে বিকৃতি ঘটাবে।

শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহঃ তার ফাউযুল কাবির বইয়ে ইহুদি বিষয়ক আলোচনা্র শেষে ইহুদিদের নমুনা নামে একটি পরিচ্ছেদ রচনা করেন । সেখানে তিনি মুসলমানদের মধ্য যারা ইহুদি তাদের কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন, যা নিচে দেয়া হল

১। যারা দুনিয়া লাভের অসৎ উদ্দেশ্যে ইলম হাসিল করে

২, যারা কুরান ও হাদিসের বিরুধী হওয়ার পরেও আলেমদের তাকলিদ নিয়ে ব্যস্ত থাকে।

৩। যারা নির্দিষ্ট আলেমের ফিকহি গভিরতা ও ইস্তেহসান এর উপর আমল করে ।

৪। এবং নির্দিষ্ট আলেমের তাকলিদ করতে গিয়ে কুরান ও হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়।

৫। যারা জাল ও যইফ হাদিস এবং মন গড়া অপব্যাখ্যাকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহন করে

এর পর তিনি বলেন فانظر كانهم هم তথা ‘আপনি গভির ভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন এরা যেন হুবহু ইহুদি’ ।

দেখুন আল ফাউযুল কাবির, বাংলা অনুবাদ,সফিউল্লাহ ফুয়াদ,ইসলামিয়া কুতুবখানা , পৃ,৬৬

সংকলন ও বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

ফাজেল, দারুল উলুম দেওবান্দ

বিষয়: বিবিধ

১৩১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284628
১৬ নভেম্বর ২০১৪ রাত ০২:১৬
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ লিখেছেন : জাযাকাল্লাহু খইর । আপনার তথ্যবহুল পোস্টের জন্য ।
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
228169
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখেছেন : Happy Happy Applause Applause Happy>- Happy>-মিন
285260
১৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
পরবাসী লিখেছেন : দেওবন্দী আহলে হাদীস, শুনতেই ভাল লাগে ।

আমিও নিজেও দেওবন্দী মাদ্রাসায় লেখাপড়া করেছি,কিন্তু আহলে হাদীস, আলহামদুলিল্লাহ।
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:০১
228641
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখেছেন : Happy Happy Happy Happy ;Winking Talk to the hand Happy>- আমিও খুশি হলাম ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File