তুরস্কে ক্লাবে দাঁড়ি নিষিদ্ধ

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ মাহমুদ ১৮ নভেম্বর, ২০১৪, ০৩:২০:৫৮ দুপুর



তুরস্কের একটি শীর্ষ ক্লাবে ফুটবলারদের দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে। দাড়ি রাখলে খেলোয়াড়দের ইমাম-খতিবদের স্কুলের ছাত্রদের মতো লাগে বলে ক্লাবটির সভাপতি মন্তব্য করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

দাড়ি রাখা নিরুৎসাহিত করতে জেনস্লেরবিরলিগরি ক্লাবের সভাপতি ইলহান কাভকাভ ৮০ বছর বয়সেও নিজের প্রতিদিন দাড়ি কমানোর অভ্যাসের বিষয়টি উল্লেখ করেন।

"এটা কি ইমাম-খতিব প্রশিক্ষণ স্কুল? তোমরা ক্রীড়াবিদ। তোমাদের তরুণদের জন্য আদর্শ হওয়া উচিত।

দোগান সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে কাভকাভ এও জানান, ফুটবল বিশ্বে দাড়ি রাখা ফুটবলারদের সংখ্যা বাড়ার নেতিবাচক প্রভাব তার ২৩ বছর বয়সী নাতির ওপরও পড়েছে।

বিষয়টি নিয়ে কাভকাভ তুরস্কের ফুটবল ফেডারেশনের (টিএফএফ) প্রধানের সঙ্গেও কথা বলেন। পুরো দেশেই ফুটবলারদের মধ্যে দাড়ি রাখা নিষিদ্ধ করার পরামর্শ দেন তিনি।

তবে টিএফএফ প্রধান কাভকাভকে জানান, উয়েফায় এমন কোনো নিয়ম নেই বলে তিনি এটা করতে পারেন না।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285543
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
ফেরারী মন লিখেছেন : ব্যাপারটা দুঃখজনক। Sad Sad
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
228853
আবদুল্লাহ মাহমুদ লিখেছেন : হুমWinking)
285638
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:০৩
হতভাগা লিখেছেন :
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫০
229179
আবদুল্লাহ মাহমুদ লিখেছেন : হা হা Rolling on the Floor Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File