ইসলামে দল ও দলীয়তা
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ মাহমুদ ১১ নভেম্বর, ২০১৪, ১২:২১:২৯ দুপুর
আহলে হাদিস/সালাফি মানহাজের নাম- এটি কোন দলের নাম নয়।বাতিল ফেরকা থেকে পৃথক করার জন্য এসব নামে পরিচয় দেয়া যাবে। কিন্তু আহলে হাদিস নাম দিয়ে যখনি দল তৈরি করে এর সভাপতি/আমির নিযুক্ত করা হবে-তখন এটি বিদাআহ হয়ে যাবে। আর মানহাজের কখনই সভাপতি/আমির হতে পারেনা।আহলে হাদিস/সালাফি শব্দের আগে বা পরে নতুন কোন শব্দ যুক্ত করলে সেটি আর মানহাজ থাকেনা-ফেরকা বা দল হয়ে যায়। আর এই দলাদলি ইসলামে হারাম- নিষিদ্ধ। বাংলাদেশের আহলে হাদিস আলেমগন সহি দ্বীন প্রচারে সবচেয়ে অগ্রগামী কিন্তু দল ও দলীয়তার ক্ষেত্রে কেন বিভ্রান্ত-তা বোধগম্য নয়। দলাদলির যা প্রতিনিয়ত মুসলিমদের কে বিভক্তি করেছে-করতেছে-করবে। দলাদলি ইসলামে চরমভাবে নিষিদ্ধ।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন