বিজেপি নেতার হুমকি // প্রয়োজনে বাংলাদেশকেও ঠাণ্ডা করে দেবো //

লিখেছেন লিখেছেন একটি সকাল ০৫ মার্চ, ২০১৬, ১১:৩৬:৩৮ সকাল



বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট, স্বাধীন দেশের যে কোন প্রকার হুমকি এলে রাষ্টের প্রধান কর্তা বা ব্যাক্তি তার প্রতি উত্তর দিবে এটাই স্বাভাবিক, সাবেক এই আরএসএস নেতা গত বৃহস্পতিবার বীরভূম জেলার সিউড়িতে রীতিমতো হুমকির সুরে বলেছেন, যে সব নেতা, অভিনেতা, লেখক, গায়ক, শিক্ষাবিদ উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদকে মদত দেবে তাদের ধরে এনে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। প্রয়োজনে বাংলাদেশকেও ঠাণ্ডা করে দেয়া হবে। একটা অঙ্গরাজ্যের নেতা কিভাবে একটি স্বাধীন দেশের হুমকি দিতে পারে তা আমার বদগম্য নয়। হাত গিলতে গিলতে বাঘ গিলতে শুরু করেছে। ভারতের কোন অঙ্গরাজ্যের নেতা তার দেশের জনগন কে হুমকি দিতে পারলেও, কেন আমার দেশকে ঠাণ্ডা করার কথা বলা হলো??। এদেশের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ হুমকির মধ্যে, স্বাধীনতার চেতনা বাজি আজ ধরাশয়, তাদের চেতনা কিছু কিছু সময় জেগে উঠে। পাকিস্থানের যম হয়ে বসে থাকলেও কথায় কথায় যারা হুমকি দেয় তাদের বেলায় স্যালুট জানায়। এদেশের কোটি কোটি জনপদ স্বাধীন ও সার্বভৌম রাষ্টের নাগরিক হিসাবে গর্ববোধ করেন। অভিনেতা, লেখক, গায়ক, শিক্ষাবিদ ও গবেষক রয়েছে যারা বাংলাদেশ কে একটি প্রকৃত পক্ষে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট সঠিক ভাবে পরিচালনার উপাদান হিসাবে কাজ করে।

দেখি আমার দেশের কোন কর্তা ব্যাক্তি আরএসএস নেতার জবাব দেন কিনা, নাকি কাপড় ভিজিয়ে ফেলেন।

নিচের প্রশ্ন দুইটির উত্তর দেন।

১. ভারতের কোন অঙ্গরাজ্যের সন্ত্রাস, উগ্রপন্থি কে কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ?

২. বাংলাদেশ কি ভারতের কোন জেলখানা না অঙ্গরাজ্য ?

সারা বিশ্ব জানে ভারতের আরএসএস সন্ত্রাস, উগ্রপন্থি সংগঠন, তাঁরা গণতন্ত্র মানেনা, ফ্যাসিবাদ চর্চা করে, তাঁরা গরুর গস্ত খাওয়ার জন্য মানুষ হত্যা করে। অথচ গোরক্ষীনী দেশ স্বয়ং ভারত সরকার প্রতিদিন লক্ষ লক্ষ গরু হালাল তরিকায় জবাই দিয়ে মাংস রপ্তানি করছে মুসলিম কান্ট্রিতে। প্রচুর রেমিটেন্স কামাই করছে গো-হত্যা করে।

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361411
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৯
কুয়েত থেকে লিখেছেন : বাংলাদেশকে বিজেপি নেতা ঠান্ডা করবে। ওরা জানে বাংলাদেশ সরকার তাদের জন্য শিতল ঠান্ডা তারা যা মনছাইবে তাই বলবে ক্রীতদাশ অবৈধ দালাল সরকার টু সব্দও করতে পারবেনা। কিন্তু বাংলার দামাল সন্তানরা কোনদিনও ঠান্ডা হবেনা প্রয়োজন হলেই ওদের গোষ্টি সহ ঠান্ডা করেদেবে। ধন্যবাদ আপনাকে
361412
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৪
একটি সকাল লিখেছেন : আপনাকে ধন্যবাদ
361526
০৫ মার্চ ২০১৬ রাত ১০:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রথম প্রশ্নের উত্তর বাংলাদেশের শেখ হাসিনার অনেক প্রশস্ত। তাই এখানে পাঠালে ঠাই পাবে
দ্বিতীয় প্রশ্নের উত্তর, আওয়ামীলীগ সরকার ক্ষমরতায় আসার পর তা ভারতের অঙ্গরাজ্য হয়েই আছে, ভবিষ্যতে যদি ক্ষমতার পরিবর্তন হয় তখন অঙ্গ রাজ্যই থাকবে না আবার স্বাধীন হবে তা বলতে পারছিনা
০৭ মার্চ ২০১৬ সকাল ১০:২০
299719
একটি সকাল লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ
361579
০৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৫৭
হতভাগা লিখেছেন : বাংলাদেশ তো আপনাদের আন্ডার তলেই আছে আর ঠান্ডা করবেন কি ?
০৭ মার্চ ২০১৬ সকাল ১০:২১
299720
একটি সকাল লিখেছেন : Rolling on the Floor Applause
361680
০৭ মার্চ ২০১৬ সকাল ১০:১৭
একটি সকাল লিখেছেন : বিজেপি সাধারণ সম্পাদকের বক্তব্যে জামায়াতের বিস্ময়
http://www.dailynayadiganta.com/detail/news/99303

ভারতীয় বিজেপির দুই শীর্ষ নেতার বক্তব্যে বাংলাদেশের জনগণ বিস্মিত ও হতবাক - ডাঃ শফিকুর রহমান
http://www.dailysangram.com/news_details.php?news_id=226650

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File