।। সরকারের অপপ্রচারে বেরিয়ে আসছে “আর্থ-সামাজিক উন্নয়নে ও দারিদ্র বিমোচনে ” জামাতের অবদান ।।

লিখেছেন লিখেছেন একটি সকাল ২৮ নভেম্বর, ২০১৫, ০৮:৫৮:৩০ সকাল

সরকারের ভাষ্য মতে,

ইতোমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যেখানে জামায়াতের সহযোগী আর্থিক প্রতিষ্ঠান ১২৭ বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দেশি-বিদেশি এনজিও ৪৩, শিক্ষা প্রতিষ্ঠান ২২ এবং হাসপাতাল-ক্লিনিক ১০টি। এসব প্রতিষ্ঠান শিক্ষা, স্বাস্থ্য, বীমা, অর্থ ও বাণিজ্যসহ মোট নয়টি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত।

তদন্ত সংস্থার প্রতিবেদনে মন্ত্রণালয়ভিত্তিক ১২৭টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড, ফারইস্ট ইসলামী ব্যাংক, ফয়সাল ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন, ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ মসজিদ মিশন, দারুল ইহসান ট্রাস্ট, আল ইনসান ফাউন্ডেশন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিডি ফুডস, টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইয়ুথ গ্রুপ, কেয়ারি গ্রুপ, মিশন গ্রুপ, মেট্রো গ্রুপ এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন দিগন্ত টেলিভিশন, নয়াদিগন্ত, সংগ্রাম, দিগন্ত মিডিয়া করপোরেশন, আল মানার অডিও ভিজ্যুয়াল। স্বাস্থ্য মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত অর্ধশতাধিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এনজিও বিষয়ক ব্যুরোর তালিকাভুক্ত দেশি-বিদেশি ৪৩ এনজিওর কর্মকাণ্ডে জামায়াতের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে তদন্তে বের হয়ে এসেছে।

আমার প্রশ্ন হল জামাতের এত এত প্রতিষ্ঠান থাকলে আওয়ামীলীগের প্রতিষ্ঠান সংখ্যা কত?



এই সব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামি হাজার হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারের কত টাকা বাজেটে বরাদ্ধ রাখতে হবে?।

একটা ক্ষুদ্র দল হিসাবে জামাত যদি এত গুলো প্রতিষ্ঠান বাংলাদেশকে উপহার দেয় তাহলে বৃহৎ দল আওয়ামীলীগের কাছে কত প্রত্যাশা করেন?

সকলকে পড়ার জন্য ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৭৯৯ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351778
২৮ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৩৬
আরাফাত হোসাইন লিখেছেন : ঘোড়ার ডিম প্রত্যাশা করে
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৬
292089
একটি সকাল লিখেছেন : ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত,একক মুক্তিযোদ্ধার দাবি কারী আওয়ামীলীগের কাছে ঘোড়ার ডিম প্রত্যাশা করি না। অন্তত ১০০ টা প্রতিষ্ঠান করিলে ৬ লক্ষ শিক্ষিত বেকারের কর্মসংস্থান হতো।
351782
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১০:৪২
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল। আশা করি নিয়মিত লিখবেন।
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৭
292090
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য।
351793
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টিকে গ্রুপ ও জামায়াত এর!!!!

এতগুলি প্রতিষ্ঠান জামায়ত করতে পেরেছে নিজেদের পরিশ্রমে আর আওয়ামিলিগ চলে চাঁদাবাজিতে!
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৮
292091
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ।
351818
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪০
আবু জারীর লিখেছেন : জামায়াত মূলধন খাটিয়ে লাভ করে আর আওয়ামিলীগ বিনা পুজিতে চাদাবাজি করে! যা এখন প্রমানীত সত্য।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪৭
292154
একটি সকাল লিখেছেন : অনেক ধন্যবাদ,
351821
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২১
বিবেক নাই লিখেছেন : ভালো লাগলো
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪৮
292155
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ,
351822
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৭
জেদ্দাবাসী লিখেছেন : প্রথম পারাটা ড়বল হয়ে গেছে।
আওয়ামিলিগে মেধাবী লোকের অভাব। তাই তারা কোন প্রতিষ্ঠান বাংলাদেশকে উপহার দেতে পারবে মনে হয়না।
ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:১২
292159
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আওয়ামিলিগে মেধাবী লোকের অভাব নাই। তবে সৎ লোকের আভাব আছে।
351827
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আবু জারীর লিখেছেন : জামায়াত মূলধন খাটিয়ে লাভ করে আর আওয়ামিলীগ বিনা পুজিতে চাদাবাজি করে! যা এখন প্রমানীত সত্য।


যথার্থ বলেছেন, সহমত
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫২
292156
একটি সকাল লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
351865
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : চাঁদা বাজি, ঘূষখোরী, ধর্ষণ, কোপাকূপী আর হিন্দু ভারতের গোলামী ছাড়া তাদের দেবার কিছুই নেই৷ প্রত্যাশাও করিনা৷ শ্রম দিই খাই ঘুমাই৷ধন্যবাদ৷
351904
২৮ নভেম্বর ২০১৫ রাত ১১:২৮
হক সাহেব লিখেছেন : দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও দারিদ্র বিমোচনে ” জামায়াতের এই অবদান সত্যিই প্রশংসনীয়।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:০৫
292158
একটি সকাল লিখেছেন : রাস্ট ক্ষমতায় থেকেও যারা করেনি তাদের আর যারা নিজেদের ব্যক্তিগত পুজিথেকে এই প্রতিষ্ঠান করেছে তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০
352046
২৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৮
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : দরুল ইহসান ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা জামায়াতের ছিলেন না।
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:১৮
292455
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ
১১
352749
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৯
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩২
292848
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ ভালো লাগার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File