!! নাস্তিক সমাচার !!

লিখেছেন লিখেছেন একটি সকাল ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৪:৫৯ সকাল



যুগে যুগে অসংখ্য নাস্তিক ছিল। তারা আল্লাহ ও নবি-রাসুল গন কে অবিশ্বাস করতো, কিন্তু অন্য ধর্মের উপর আঘাত দিতনা, বা কটূক্তি করতো না। বর্তমানে এ দেশে বাগ-স্বাধীনতা ও মুক্তি চিন্তার ধোঁয়া তুলে তারা ইসলাম, আল্লাহ ও রাসুল সঃ কে নিয়ে কুৎসা রটনা করছে যা কঠিন শাস্তি যোগ্য অপরাধ।

সব ধর্ম, বর্ণ, ও গোত্রে কিছু পথ ভ্রষ্ট লোক থাকে তাই বলে সামগ্রিক ভাবে দোষী করা ঠিক না। তাদের উপযুক্ত শাস্তি দাবি করাযেতে পারে। তা না করে ইসলাম, আল্লাহ ও রাসুল সঃ কে নিয়ে কুৎসা রটনা করা কখন শোভনীয় হতে পারেনা

সুরা বাকারায় আল্লাহ ঘোষণা করেন

সুরা বাকার ০৬-০৯

নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। 06

خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ 07

আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ 08

আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।

يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ 09

তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।

فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُ 10

তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।

وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ 11

আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।

أَلا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَـكِن لاَّ يَشْعُرُونَ 12

মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।

وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُواْ كَمَا آمَنَ النَّاسُ قَالُواْ أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاء أَلا إِنَّهُمْ هُمُ السُّفَهَاء وَلَـكِن لاَّ يَعْلَمُونَ 13

আর যখন তাদেরকে বলা হয়, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আন, তখন তারা বলে, আমরাও কি ঈমান আনব বোকাদেরই মত! মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না।

وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِؤُونَ 14

আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্রা।

اللّهُ يَسْتَهْزِىءُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ 15

বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে।

أُوْلَـئِكَ الَّذِينَ اشْتَرُوُاْ الضَّلاَلَةَ بِالْهُدَى فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُواْ مُهْتَدِينَ 16

তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি।

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306478
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৪
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ঠিক উল্টোটাই বল্লেন।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
248075
আকবার১ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী,মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
306479
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৭
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৫
248030
একটি সকাল লিখেছেন : যারা যুক্তির কথা বলে ইসলামের বিরোধিতা করে আর ইসলামর rules and regulation এর উলটো পাল্টা যুক্তি দেয় তারা তো নিজেরায় যুক্তি মানেনা। গায়ের জোরে কি rules and regulation উলটো পাল্টা করবেন, তাহলে শরণ করুন তাদের চেয়ে আবুজেহেল, আবু লাহাব, উদবা, হামান, সদ্দাত, ফেরাওন, নমরুদ আর বেশি শক্তিশালী ছিল। এমনকি ফেরাউন তো কিয়ামত পর্যন্ত পচবে না। আপনাদের দেখার জন্য এবং শিক্ষা নেওয়ার জন্য।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
248032
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : মরুভূমির শিয়ালের গর্তে আল্লার ওহি নাজিলের বিষয়টিতে কি যুক্তি আছে?, নবী মোহাম্মদের গাধার পিঠে মহাশুন্য ভ্রমনের বিষয়টিও খুব যুক্তিযোক্ত? নাকি?
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২২
248037
সজল আহমেদ লিখেছেন : ঐ তরে ব্লগে লাই দেয় কোন হালায় ?তোর তো লাজ লজ্জা নাই একটা নিক গেলে ৫০টা রিভার্স নিক আছে ।কবে যেন এই ব্লগের ব্লগাররা তরে পোয়াতি বানাইয়া দেয় ছাগী
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
248076
আকবার১ লিখেছেন : @শেখের পোলা ,মায়াবন বিহারিণী হরিণী,মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
306505
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২৬
আবু জান্নাত লিখেছেন : অনেক সুন্দর কথা লিখেছেন, সত্যকে বুঝার জন্য আল্লাহ তায়ালার এই বাণীগুলোই যথেষ্ট, কিন্তু যাদের অন্তরচক্ষু অন্ধ তারা কেবল বক্র পথেই চলবে। জাযাকাল্লাহ খাইর।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৭
248031
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
306566
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৭
248122
একটি সকাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File