!!একটি ছেড়া নোটিশ!!
লিখেছেন লিখেছেন একটি সকাল ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:০৯:৫৪ দুপুর
বিকাল ৫ টা সকলে অফিস ছেড়ে যাওয়ার আগেই কে যেন একটি কাগজ নোটিশ বোর্ডে টাঙ্গিয়েছে। সকল কর্মকর্তা নোটিশ বোর্ড ঘিরে দাঁড়িয়ে আছে, একটি ছেড়া নোটিশে লেখা রয়েছে
এতদ্বারা সকল কে জানান যাচ্ছে যে আমার সকল পিএ কে বরখাস্ত করা হল এবং একমাত্র পিএ হিসাবে বিগ্রিডিয়ার নুর উদ্দিন কুতাইবা কে নিয়োগ করা হলো।
সাক্ষর
প্রধান মুন্ত্রি
প্রধান মুন্ত্রির কার্যালয়
উক্ত নোটিশ দেখে তার পিএ গন রাগে ক্ষোভে অফিস ছাড়ে, কোন একজন পিএ টান মেরে নোটিশের একাংশ ছেড়ে ফেলে। এমন সময় নুর উদ্দিন কুতায়বা বুক টান টান করে নোটিশ বোর্ডের কাছে এলো, সকলে বুঝতে পেরে স্যেলুট দিল, নুর উদ্দিন কুতায়বা ধিরে ধিরে প্রধান মুন্ত্রির রুমের দিকে এগিয়ে গেল।
মেডাম, আগামী কাল সকল প্রোগ্রাম স্থগিত, সেতু উদ্বোধন, বার্ন ইউনিট, এবং শিশু সম্মেলন, দেশের যে পরিস্থিতি আপনি ঠিক মত বিশ্রাম নিতে পারেন না। আমি সব দিকে সুনজর রাখছি আপনি রেস্ট নেন। (দেশে আন্দোলন সংগ্রাম চলছে, সরকার কে হটানোর জন্য একদিকে বিরোধী দল অন্য দিকে সরকার ও তার অনুগত বাহিনী)।
কি খাবেন? চা/কফি/শরবত।
মেডামঃ শরবত দাও, নুর উদ্দিন কুতায়বা ঘুমের ওষুধ মিশ্রিত শরবত এনে দিল, মেডাম শরবত পান করে কিছুক্ষণ টিভি তে সংবাদ দেখলেন, পুলিশ ২৫ জন কে গ্রেপ্তার করেছে, দুজন গুলি বিদ্ধ এবং একটি বাসে অগ্নি সংযোগ। মেডাম ঘুমিয়ে পড়লো রাত তখন ৮ টা ।
এবার নুর উদ্দিন কুতায়বা তার যাদু গিরি খাটাইতে শুরু করল। এদিকে মিডিয়া গুলো ব্রেকিং নিউজে নুর উদ্দিন কুতাইবা কে নতুন পিএ নিয়োগের সংবাদ দিতে শুরু করেছে। হঠাৎ নুর উদ্দিন কুতায়ইবা বাইরে এসে একটি চিরকুট প্রধান মুন্ত্রির প্রেচ সচিব কে দিলেন। প্রেচ সচিব তাৎক্ষনিক মিডিয়া কে জানালেন, “প্রধান মুন্ত্রি- পুলিশ প্রধান, র্যাব ডিজি, এবং বিজিবি ডিজি কে দেশের শত্রু ও জনগনের শত্রু হিসাবে বরখাস্ত করেছেন এবং স্বরাষ্ট মন্ত্রি কে দক্ষ ও যোগ্য ব্যাক্তি কে নিয়োগ করতে বলা হয়েছে”। মুহূর্তেই সব মিডিয়া Breaking News দিতে শুরু করেছে। আন্দোলন কারি সকল জনগন স্থম্ভিত। সারা দেশ ঠাণ্ডা হয়ে এসেছে। সবাই টিভি চ্যেনেলের দিকে, একটায় প্রশ্ন কি হচ্ছে? কি হতে যাচ্ছে?
কিছুক্ষণ পর নুর উদ্দিন কুতায়বা আর একটি চিরকুট এনে প্রেচ সচিব কে দিলেন। প্রেচ সচিব আবার ঘোষণা করলেন, “প্রধান মুন্ত্রি অসুস্থ তাই সকল মুন্ত্রি গন কে জরুরী ভিত্তিতে কোন প্রটোকল ছাড়ায় সচিবালয়ের হল রুমে রাত ৯টায় উপস্থিত হতে বলা হয়েছে”। মিডিয়া গুলো পুনরায় আবডেট করতে এবং নিউজ কাভার করতে হিমশিম খাচ্ছে। বিরোধী নেতা কর্মী সহ সারা দেশের লোকজন আতংকিত। হয়তো দেশের পট পরিবর্তন হতে শুরু করেছে। প্রেচ সচিব সহ নুর উদ্দিন কুতায়বা সকল মুন্ত্রি, প্রতিমুন্ত্রি, উপমুন্ত্রি কে দ্রত জানাইতে ব্যাস্ত থাকল। এদিকে যত টেলিফোন আসে উদ্দিন কুতায়বা বলে “এই মুহূর্তে প্রধান মুন্ত্রি ঘুমিয়েছে, কথা বলা সম্ভব নয়”। রাত ৯ টা সকল মুন্ত্রি গন কেমন যেন উৎকণ্ঠা নিয়ে হাজির।
এবার নুর উদ্দিন কুতায়বা সুপারম্যানের মত উড়তে শুরু করলো। এবং হল রুমের গিয়ে সকল কর্মকর্তা কে ছুটি দিল এই বলে যে পুনরায় নিউজ না দেওয়া পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে। তার কিছু সাঙ্গ পাঙ্গ কে গেটের দায়িক্ত দিল এবং গেটে তালা মেরে ভিতরে গেল। তিনি উড়ে উড়ে সকলের কাছ থেকে মোবাইল গুলো নিয়ে বললেন আপনারা গুম হয়েছেন। সবায় চুপমেরে থাকেন, বের হওয়ার সকল রাস্তা বন্ধ, চেচামেচি করলে ভূমিকম্প করে এখানেই দাফন করে দিবও। সকল মুন্ত্রি ভয়ে তটস্থ, সবাই ইয়া নফসি ইয়া নফসি এবং কালেমা জবতে শুরু করেছে। কেউ কেউ টাকা দিয়ে বাচতে চাইলো ১ ,২,৫,১০,২০ কোটি......।। ঠিক আছে রেডি করেন । দেখতেছেন না কেমন উড়তে পারি? সুপারম্যানের মত!! হা হা হা।
বাইরে এসে মিডিয়া কে জানালো “মুন্ত্রি গন গুরুত্বপূর্ণ মিটিং এ কেউই প্রধান মুন্ত্রিত্ব নিতে চায় না” । আরো বলল “সকল বিরোধী দলের নেতা কর্মীকে শান্ত ভাবে মিছিল মিটিং করার অনুমতি দেওয়া হয়েছে”।
নুর উদ্দিনের মাথায় গুড একটা আইডিয়া এলো। ওল্ডহোম আছে কিন্তু ফকীর হোম তো নাই, একটা ফকির হোম বানাইবো। দেশের সকল ফকির কে ফকির হোমে পাঠায়বো............
পরদিন সকাল ৯ টা সকল দলের নেতা কর্মীগন বিভাগীয় ও জেলা শহরের মেইন রোড অবরোধ করেছে, তা বার বার বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে। নুর উদ্দিন চোখ মুছতে মুছতে প্রধান মুন্ত্রি রুমের দিকে জেতেই মেডামের ডাক
নু-র উ-দ্দি-ন ।
জি মেডাম
এগুলো কি হচ্ছে?
মিডিয়া এ গুলো দেখানোর সাহস কি ভাবে পাচ্ছে?
তুমি এতক্ষণে কোথায় ছিলে?
মুন্ত্রিরা কে কোথায়?
নুর উদ্দিন লা জবাব।
প্রধান মুন্ত্রি তার সকল শক্তি দিয়ে “তাহহ” বলে তাড়া দিলো নুর উদ্দিন কে।
এমন সময় কাতেবুর ঘুম থেকে জেগে দেখল পাশেই তার স্ত্রি মেয়ে পড়ানোর জন্য ধ্মকাচ্ছে। সে একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। স্ত্রি কন্যা নিয়ে একটু ভাল ভাবে বেচে থাকার জন্য সারা দিন অফিসের কাজে ছোটা ছুটি করেছে। তাই পড়ার টেবিলে বসেই ঘুমিয়ে পড়েছিল।
সে দ্রত তার মোবাইল FT04 এর হোম পেজে গিয়ে দেখল “বন্দুক যুদ্ধে দুই জন নিহিত”
না ঠিক আছে।
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন