বাংলাদেশের সংস্কৃতি তে সানিলিওনের আগমন কেন?

লিখেছেন লিখেছেন একটি সকাল ০৮ ডিসেম্বর, ২০১৪, ০১:৩৬:৩২ দুপুর



"নাচে-গানে ক্রিকেটে মাতবে ঢাকা"

http://www.prothom-alo.com/entertainment/article

"এবার ঢাকা মাতাতে আসছেন সানি লিওন"

http://ekusheysangbad.com/?p=128158

যারা পত্রিকা ঘাটেন তাদের হয়তো এমন কিছু (সানি লিওনের আগমণের রিপোট ) রিপোট নজরে এসেছে। কিন্তু কেন? বাংলাদেশের সংস্কৃতি কি সানি লিওন কে সাপোট করে? যদি না করে তাহলে কেনো অপসংস্কৃতির আগমন? গত এক অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি বাদ দিয়ে ভারতের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা কি কম করা হয়েছে । এ দেশে নিজস্ব একটি সংস্কৃতি আছে তার উপর কেন সরকারের সহযোগিতায় বিদেশিদের উৎপাত। এদেশের তরুণ তরুণী যদি অপসংস্কৃতির সয়লাবে গা ভাসিয়ে দেয় তাহলে আইন করে কঠোর ভাবে প্রয়োগ করিলেও ইভটিজিং ,ধর্ষণ ও শিশু হত্যা রোধ করা সম্ভব নয়। নৈতিক ভাবে দুর্বল হয় তাহলে বাংলাদেশি হিসাবে কখনো মাথা উচু করে দাড়াতে পারবেনা,

অপসংস্কৃতির সার্থক প্রয়োগঃ

১। ইভটিজিং ,ধর্ষণ ও এবোশন বৃদ্ধি পাওয়া।

২। পারিবারি কলহ বৃদ্ধি, পাবিবারিক প্রথা ধংসের দিকে এগিয়ে যাওয়া।

৩। আত্নহত্যা প্রবনতা বৃদ্ধি পাওয়া

তসলিমা নাছরিন যে কারনে দেশ ছাড়া হয় তার চেয়ে বেশি গুরুতর জঘ্নন সানি লিওন।

সানি লিওনের পরে কে আসবেন? তসলিমা নাছরিন/ লেডি গাগা.....................।

আমি সানি লিওনের আগমনে প্রতিবাদ করছি।

বিষয়: বিবিধ

১৬১৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292331
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
নোমান২৯ লিখেছেন : একটি সকালের জন্য পূর্বশর্ত একটি গাঢ় কাল অমাবশ্যা রাত্তির|বুঝছেন ভাইয়া|এরা সে রাত্তি নামিয়েই ছাড়বে|তারপর সকাল আনার দ্বায়িত্ব আমাদের| Good Luck Rose ধন্যবাদ ভাইয়া| Rose Rose
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
235934
একটি সকাল লিখেছেন : ক্ষয়ে ক্ষয়ে যাবে অন্তর যামী , ধন্যবাদ ।
292377
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা তো সেই দিকে পেীছেই গেছি!!!
শুনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রি কি কারনে গ্রেফতার হয়ে ২০০ টাকা জরিমানায় মুক্ত হয়েছে!!!
তাকে আনা হচ্ছে সেই শিল্পের উৎকর্ষতা সাধনে!!!
292388
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
হতভাগা লিখেছেন : সানি লিওনি তার গুন গ্রাহীদের হাতে কলমে শিক্ষা দিবেন নিশ্চয়ই এই সফরে ?

সানি লিওনির সেই বিখ্যাত বচন

Rape is not a crime , it's a surprise sex

তার এই সফরে তার করা এই বিখ্যাত উক্তির কোন প্রতিবাদ করতে কোন নারী সংগঠন এগিয়ে আসে কি না দেখা যাবে - তখনই প্রমান হয়ে যাবে '' দুধ কা দুধ আর পানি কা পানি ''

এত দিন ছেলেদেরকে কি পরিমান হেনস্তাই না করা হয়েছে এই মিউচ্যুয়াল ব্যাপারকে ধর্ষন হিসেবে চালিয়ে দেওয়াতে ! অথচ মেয়েরা এটা উপভোগই করে আসছে !
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:২১
236549
একটি সকাল লিখেছেন : মন্তবের জন্য ধন্যবাদ ।
292394
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
Sada Kalo Mon লিখেছেন : বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়েবে হোয়াইটওয়াশ করছে তাই খেলোয়াড় এবং বিসিবির সব সদস্যের চেতনা খাঁড়া হয়ে গেছে!
তা তো ঠান্ডা করতে হবে! আর তার জন্য সানি লিওনের চেয়ে ভালো কে আছে? Thumbs Up
শাহরুখ খানকে এনে তিন ওয়াক্ত আযান বন্ধ করছিল এখন সানি লিওন আসছে আল্লাহই ভালো জানে কি হয়! Winking)
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৪
236177
একটি সকাল লিখেছেন : শেষ পর্যন্ত ঠাণ্ডা করার পানি পাওয়া গেল। ধন্যবাদ।
292545
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সরকারের কাছে যাদের গ্রহনযোগ্যাতা আছে তাদেরকে আমন্ত্রন করবে। তাছাড়া যাদের গ্রহন যোগ্যাতা নেই তাদের বিরোদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। তাছাড়া ছাত্রলীগের জন্য সানী লিউনকে আনা অত্যাবশ্যক হয়ে গেছে।
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫২
236176
একটি সকাল লিখেছেন : খুব হাসি পেলাম, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File