বাংলাদেশের সংস্কৃতি তে সানিলিওনের আগমন কেন?
লিখেছেন লিখেছেন একটি সকাল ০৮ ডিসেম্বর, ২০১৪, ০১:৩৬:৩২ দুপুর
"নাচে-গানে ক্রিকেটে মাতবে ঢাকা"
http://www.prothom-alo.com/entertainment/article
"এবার ঢাকা মাতাতে আসছেন সানি লিওন"
http://ekusheysangbad.com/?p=128158
যারা পত্রিকা ঘাটেন তাদের হয়তো এমন কিছু (সানি লিওনের আগমণের রিপোট ) রিপোট নজরে এসেছে। কিন্তু কেন? বাংলাদেশের সংস্কৃতি কি সানি লিওন কে সাপোট করে? যদি না করে তাহলে কেনো অপসংস্কৃতির আগমন? গত এক অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি বাদ দিয়ে ভারতের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা কি কম করা হয়েছে । এ দেশে নিজস্ব একটি সংস্কৃতি আছে তার উপর কেন সরকারের সহযোগিতায় বিদেশিদের উৎপাত। এদেশের তরুণ তরুণী যদি অপসংস্কৃতির সয়লাবে গা ভাসিয়ে দেয় তাহলে আইন করে কঠোর ভাবে প্রয়োগ করিলেও ইভটিজিং ,ধর্ষণ ও শিশু হত্যা রোধ করা সম্ভব নয়। নৈতিক ভাবে দুর্বল হয় তাহলে বাংলাদেশি হিসাবে কখনো মাথা উচু করে দাড়াতে পারবেনা,
অপসংস্কৃতির সার্থক প্রয়োগঃ
১। ইভটিজিং ,ধর্ষণ ও এবোশন বৃদ্ধি পাওয়া।
২। পারিবারি কলহ বৃদ্ধি, পাবিবারিক প্রথা ধংসের দিকে এগিয়ে যাওয়া।
৩। আত্নহত্যা প্রবনতা বৃদ্ধি পাওয়া
তসলিমা নাছরিন যে কারনে দেশ ছাড়া হয় তার চেয়ে বেশি গুরুতর জঘ্নন সানি লিওন।
সানি লিওনের পরে কে আসবেন? তসলিমা নাছরিন/ লেডি গাগা.....................।
আমি সানি লিওনের আগমনে প্রতিবাদ করছি।
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রি কি কারনে গ্রেফতার হয়ে ২০০ টাকা জরিমানায় মুক্ত হয়েছে!!!
তাকে আনা হচ্ছে সেই শিল্পের উৎকর্ষতা সাধনে!!!
সানি লিওনির সেই বিখ্যাত বচন
Rape is not a crime , it's a surprise sex
তার এই সফরে তার করা এই বিখ্যাত উক্তির কোন প্রতিবাদ করতে কোন নারী সংগঠন এগিয়ে আসে কি না দেখা যাবে - তখনই প্রমান হয়ে যাবে '' দুধ কা দুধ আর পানি কা পানি ''
এত দিন ছেলেদেরকে কি পরিমান হেনস্তাই না করা হয়েছে এই মিউচ্যুয়াল ব্যাপারকে ধর্ষন হিসেবে চালিয়ে দেওয়াতে ! অথচ মেয়েরা এটা উপভোগই করে আসছে !
তা তো ঠান্ডা করতে হবে! আর তার জন্য সানি লিওনের চেয়ে ভালো কে আছে?
শাহরুখ খানকে এনে তিন ওয়াক্ত আযান বন্ধ করছিল এখন সানি লিওন আসছে আল্লাহই ভালো জানে কি হয়! )
মন্তব্য করতে লগইন করুন