আহলেহাদীছ এর বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয় !!!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ১০ নভেম্বর, ২০১৪, ০৫:৫৮:০২ বিকাল
তিন বছর ৮ মাস জেলে ছিলেন ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব স্যার সহ অনেক ওলামায়ে কেরাম। বাংলাদেশের কেউ প্রামান দেখাতে পারবেনা যে, এই তিন বছর কোনও আহলে হাদিস তাদের মুক্তির জন্য কোনও গাড়ি ভাংচুর করেছিল, হরতাল করেছিল, অন্যায়ভাবে অন্যের উপর হামলা করেছিল।
এ দেশের আহলে হাদিসরা পারতনা তা নয়। এদেশের আহলে হাদিসরা যদি চায় উত্তর বঙ্গ অচল করে দিতে পারবে । রংপুর ও রাজশাহী বিভাগের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবে। কিন্তু তারা করেনা কোনও দিন করবেওনা। আহলে হাদিসরা এই ধরণের খারেজী মার্কা কাজ কারবারে বিশ্বাসী নয়।
আজ আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শায়েখ মুজাফফর বিন মুহসিন ডিবি হেফাজতে আছেন এখনও তাকে জিজ্ঞাসাবাদ শেষ হলে ছেড়ে দেয়ার সম্ভাবনা আছে। আমরা সেটাই আশা করছি। তবে আল্লাহ না করুক যদি বাংলাদেশের সরকার তাকে গ্রেফতার দেখান। তাহলে এটা হবে এই দেশের আহলে হাদিসদের জন্য আরেকটি পরীক্ষা । তবে আমরা আবারো দ্বিধাহীন চিত্তে ঘোষণা করছি। এই দেশের আহলে হাদিসরা কোনও রুপ নাশকতা মূলক কাজ কারবারে বিশ্বাসী নয়। আমাদের নেতাদের যদি ফাঁসিও দেয়া হয় তাও আমরা হরতাল ডেকে এই দেশের নিরীহ মানুষের রুজি রুটির পথ বন্ধ করবনা। আমাদের উপর জুলুমের ষ্টীম রোলার চালালেও আমরা কোনও গাড়ী ভাংচুরের মত বান্দার সাথে সম্পর্কিত গুনাহে লিপ্ত হবনা । আমরা চাই আদর্শিক বিজয়। আর জ্ঞানীরাই জানে আদর্শিক বিজয়ই বড় বিজয়।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন