আজ ফাঁসী কার্যকর হবে, কিন্তু তথাকথিত মানবতাবাদীরা কেন চুপ?
লিখেছেন লিখেছেন তাহেরা ফারুকি ১১ এপ্রিল, ২০১৫, ০৫:২২:১৩ বিকাল
অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন কবি ফররুখ আহমদ। কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রতি তাঁর ভালবাসা ছিল প্রশ্নাতীত। কবি অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখায় তৎকালীন সরকার তাকে চাকরীচ্যুত করেন।
সেই চরম দুর্দিনে এগিয়ে এসেছিলেন আহমদ ছফা। ‘’কবি ফররুখের কি অপরাধ’’ নামক একটি তীব্র প্রতিবাদমুখি প্রবন্ধ লেখেন।আরও এগিয়ে আসেন সম্পূর্ণ বিপরিত চিন্তার মানুষ আহমদ শরীফ। তিনি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮শিক্ষক সরকারের কাছে জোর দাবি জানান কবি ফররুখকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। সরকার বাধ্য হয় চাকরি ফিরিয়ে দিতে। যদিও অর্ধেক বেতনে।.
ফাঁসির আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশে জামায়াত ইসলামির প্রচার সম্পাদক কামারুজ্জামানের। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তা উল্লেখ করতে ইচ্ছা করছে না। মাত্র ইন্টার পড়ুয়া একটা ছেলে এতো অপরাধ করে ফেলেছে???কামারুজ্জামান তো অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখেন নি, করেননি বাংলাদেশ রাষ্ট্রর কোন বিরোধিতা। বরঞ্ছ তিনি এই সরকারের গত মেয়াদে ঐ দলের মন্ত্রীদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থাপন করেছিলেন তার সুচিন্তিত মতামত।তবে কি একটা দলের প্রচার সম্পাদক হওয়া এতোই অপরাধ???
দলটিকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করতে ব্যার্থ হয়ে দলের নেতাদের একের পর এক “বিচার” নামক অবিচারের সম্মুখিন করে মৃত্যুদণ্ড কার্যকর করতে উঠে পড়ে লেগেছে বর্তমান সরকার।
কই আজ দেশে কি আহমদ ছফা, আহমদ শরীফের অনুসারীরা কেউ নেই যারা একবার সাহস করে বলবেন ‘’ কামারুজ্জামানের অপরাধ কি, কেন এই অন্যায় মৃত্যদন্ডাদেশ ???’’
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া যৌক্তিক লিখনির জন্য।
আমরা মুসলিম জাতি মোটে ও বাঙ্গালী না। আমাদের ভাষা বাংলা।
কামারুজ্জামান সাহেবকে জুডিশিয়াল কিলিং করা হচ্ছে বাংলাদেশে ইসলামের অগ্রযাত্রাকে রুখতে, কিন্তু তা কি সম্ভব???
কারও মন্তব্যের জবাব দিতে হলে তার মন্তব্যের নীচে ডান কোণার ব্লু এ্যরোয় ক্লিক করলে যে উইণ্ডো আসবে তাতে প্রতি মন্তব্য লিখুন৷ ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন