মেয়েদের স্বামীর বাড়িতে নিজেকে কিভাবে উপস্থাপন করবে???

লিখেছেন লিখেছেন মোমিন হোসেন ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৪:৫১:১০ বিকাল

মেয়েকে বিয়ে দেয়ার পর যখন সে আবার বাবার বাড়ি আসে তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে অই বাড়িতে তার কেমন লেগেছে।

মেয়ে জবাবে বলে-

“ আমার ওখানে ভালো লাগেনা। মানুষগুলো কেমন যেন। পরিবেশটাও আমার ভালো লাগছেনা”।

মেয়ের ভেতর একধরনের হতাশা দেখতে পায় তার মা।

দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাবার সময় চলে আসে।

চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্না ঘরে প্রবেশ করেন। মা হাড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। একসময় যখন তা ফুটতে থাকে তখন মা হাড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে বিশ মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন।

এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন-

“ তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বল”।

মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে-

“ আমি দেখলাম তুমি গাজর, ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র”।

মেয়ের কথা শুনে মা বললেন-

“ হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। তবে তুমি কি আরও কিছু লক্ষ্য করনি?”

মেয়ে বলে-

“ না- মা,”।

মা বলে-

“ গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত। কিন্তু যখন এগুলিকে গরম পানিতে রাখা হল তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হল। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল আর কফির বিন সুন্দর ঘ্রান আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল”।

মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন-

“ আমি তোমাকে এখন যে কথাগুলি বলব, আমার মাও ঠিক এইভাবেই আমাকে এ কথাগুলি বলেছিল। আমি জানিনা কথাগুলি তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল”।

মা কিছুক্ষন বিরতি দিয়ে বলতে লাগলেন-

“তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন কর, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে- তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতই নরম করে ফেলবে- তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম-ভঙ্গুর করে উপস্থাপন কর তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কব্জা করে ফেলবে , আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে ঠিক ডিমের মত। কিন্তু তুমি যদি তোমার ভালবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পার তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রানে ভরিয়ে দিয়েছে”।

পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতর এক আশ্চর্য শান্ত ভাব আর এক দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল।

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296932
২৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
হতভাগা লিখেছেন : বিয়ে করেছেন ? না করলে একটা উপদেশ দেই (ফ্রি)।

মেয়েদের বিয়ের পর তার মায়ের সাথে খুব বেশী বেশী ঘনিষ্টতা বৃদ্ধি পাওয়া স্বামীর সংসারের জন্য ভয়ানক বিধ্বংসী ।

মেয়েরা তথা স্ত্রীরা সাধারনত স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং স্বামীকে অভিশাপ দেয় । মায়ের সাথে দেখা হলে তারা এরকম কথাই বলে । মাও তাকে পজিটিভ/কনস্ট্রাকটিভ কোন পরামর্শ দেয় না ।

দেখা যায় যে মায়ের সাথে দেখা করার পর সে স্বামীর প্রতি আগ্রাসীতর/বেশী খিটমিটে হয়ে ওঠে।
296939
২৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
296962
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
মোমিন হোসেন লিখেছেন : টিক বলেছেন ভাই হতভাগা
296963
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪০
মোমিন হোসেন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই দুস্টু পোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File