হ্যালো স্বৈরাচারী

লিখেছেন লিখেছেন মোমিন হোসেন ২৩ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৬:১৩ সকাল

হ্যালো স্বৈরাচারী !

আমি গণতন্ত্র বলছি,

আমি নেলসন ম্যান্ডেলা,

আমি বহুদলিয় গণতন্ত্রের প্রবক্তা

শহীদ জিয়া...

আমিই করি বাকশালের বিরোধীতা...

আমি সালাম রফিকের বিসর্জিত হিয়া.,,

মোর সনে কোন স্বৈরাচারী..,.

করিতে পারেনি বাহাদুরী....

মোর বক্ষে বসে একবার...

এরশাদ দিয়েছিল হুংকার.,,

পিষ্ট করেছি পিপিলিকা হার...

তার সনে হাত পেতে.

আওয়ামী আসিলো ক্ষমতাতে...

ইচ্ছে, মুখ চেপে হাসি হে !

আমি দাপিয়েছি উনসত্তরে...

আমি হেসেছি বায়ান্নতে...

আমি জিতেছি একাত্তরে ...

পারেনি কেউ আটকাতে মোরে...

আমি আন্দোলন বলছি....

আমি অচিরেই আসছি..

আমি সৈকতের কল্লোল বলছি...

স্বৈরাচারীর বাহাদুরী পদতলে পিষ্ট করি...,,

হ্যালো স্বৈরাচারী !

আমি নূরহোসেন ....

শোষন করিব তোর জীবন....

বিষয়: সাহিত্য

১২৬৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296629
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫১
হতভাগা লিখেছেন :
আষাঢ়ের তর্জন গর্জন সার
296635
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৭
মোমিন হোসেন লিখেছেন : কেন ভাই হতভাগা
296641
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ ভাই ।
296645
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আর কোন নূর হোসেনের মত লোক জন্ম নিবে না এই দেশে। সেদিন শেষ।
296673
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
মোমিন হোসেন লিখেছেন : ধন্যবাদ @লজিকাল ভাইছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File