থার্টি ফার্স্ট নাইট

লিখেছেন লিখেছেন মোমিন হোসেন ১৬ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৮:১৪ দুপুর

আপু! তোর মনে আছে কিনা জানিনা,বেশ কয়েকবছর আগে সম্ভবত থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মেয়ে শ্লীলতাহানীর শিকার হয়। রাতের ১২টা বাজে অর্থাৎ মধ্যরাতে তখন হাজার হাজার যুবক যুবতী যৌবনের আবেগে গা ডলাডলি করে মিলিত হয়েছিল নতুন বছরকে বরণ করে নিতে।সেই নারী পুরুষের অবাধ মিলনমেলার আধুনিকতার বলি হয় সেই মেয়েটি।তার জীবনের সবচে মূল্যবান সম্পদে একটা পশুর ঘনকেশ যুক্তকালো হাতের স্পর্শ লাগে।আমি শতভাগ নিশ্চিত, কয়েক মুহূর্তের সেই দুঃস্বপ্নটি আজো ঘুমাতে দেয়না মেয়েটিকে।আপু দ্যাখ! সময় বয়ে যায়,মুছে যায় স্মৃতি। সেইদিনের ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছিল। সোচ্চার হয়েছিল সবাই। কিন্তু ঐযে, সময় বয়ে গেছে?আমরাও ভুলে গেছি সে দিনের ঘটনা।ভুলে গেছে আমাদের হাজার হাজার লাখ লাখ বোন,যারা আগামী ৩১ তারিখ আবার মিলিত হবে সেই আদিম মিলন মেলায়।ছেলে মেয়ের সীমান্তের কাঁটাতার সেদিন উঠে যাবে।গায়ে গা লাগিয়ে, জড়াজড়ি করে, নেচে গেয়ে আবার

নারী পুরুষএকে অন্যতে বিলীন হবে। তারপর ফিরে আসবে সেই কেশযুক্ত কালোহাত।খুঁজে বেড়াবে আমাদেরই কারো বোনের সবচে মূল্যবান

সম্পদ।...

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294882
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
294896
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন : আগাম পোস্ট হয়ে গেছে
295202
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
মোমিন হোসেন লিখেছেন : আগে থেকে সর্তকতা করা আর কি ভাই হতভাগা।জাজাক আল্লাহ খাইরান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File