কাড়াকাড়ি দুনিয়াজুড়ে
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৪ মার্চ, ২০১৬, ১০:৫১:১৮ সকাল
কাড়াকাড়ি দুনিয়াজুড়ে
শক্তি থাকলে মুল্লকটা তার
খুশি থাকে মানুষগুলো
কেড়ে নিয়ে অন্যের আহার।
-
বুকের ভিতর মায়া নাইতো
লড়ে মানুষ নিজের স্বার্থে
ছিনিয়ে নিতে ব্যস্ত যে
দিতে নারাজ কিছু আর্তে।
-
মুখের মাঝে মুখোশ এঁটে
ঘুরেফিরে মানুষ মাঝে
ভাল মানুষ সেজে বেড়ায়
স্বার্থ লুকায় বুকের ভাঁজে।
-
বন্ধু হয়েও হঠাৎ করে
দিতে পারে মনে আঘাত
স্বার্থের মাঝে ঘটে যদি
একটু আধটু বিরাট ব্যাঘাত।
-
রক্তে গোসল করতে পারে
নিজের স্বার্থতে লাগলেই ঘা
সকল নিয়ে যেতে পারে
লাশের উপর বাড়িয়ে পা।
-
হাসিমুখে লড়তে পারে
বন্ধুর সাথে পিছন থেকে
গোপন গোপন ফন্দি এঁটে
বন্ধুর যায় দু:স্বপ্ন এঁকে।
-
শক্তি যাদের আছেরে ভাই
দুনিয়াটা তাদের নাকি
একদিন তাদের সে দুনিয়া
চরমভাবে দিবে ফাঁকি।
-
সময় থাকতে হও হুশিয়ার
স্বার্থবাদী মানুষ সকল
মন তোমাদের দিয়োনাকো
স্বার্থ কিংবা হিংসার দখল।
সবববববাই কেমন আচচছেন আপপপু ও ভাইইইয়া গন
নতুন নতুন বিয়ে হয়েছে কার কার একটু হাত তুলুন
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ের খাবর নেন কেন !!!
আপনি বুজি কাজটা সেরে ফেলেছেন ??
আহহহা কি শখ
বিয়ের খাবর নেন কেন !!!
আপনি বুজি কাজটা সেরে ফেলেছেন ??
আমি আমারটা কে ই নিয়েছি
হুমমহ
পুরানগুলা হাত তুললে হবে না? আমিও বিয়ে করেছি। তবে নতুন নয়, ২০১০ সালে।
আচ্ছা বিয়েটা কি সেরেছেন! না হলে বিয়ের খবর কেন নিচ্ছেন?
মতলবটা কি????
পনি বিয়ের কাম সেরে ফেলেছে! এখনো হাত তুলে নাই! কানের কাছে মুখ আনেন, গোপন কথাডা কইয়া ফালাই, 'সে কাউকে না জানিয়ে একা একা বিয়া কইরা ফালাইছে'!
আপপপপপি পনি কে??
মন্তব্য করতে লগইন করুন