পালাবে কোথায়
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৩:৪৩ সকাল
এমন করে হঠাৎ তুমি
বুঝো নাকো ভুল
তোমায় দিবো এনে আমি
গোলাপ রঙা ফুল।
--
ভেঙে ফেলো অভিমান সব
রয়ো নাকো দূর
কেটে যাবে দু:খ তোমার
কেটে যাবে ঘোর।
--
কথায় কথায় রেগে যাওয়া
ভালতো নয় শুনো
সব কথাতেই কেনো তুমি
ভুল উত্তর গুনো।
--
কত কিছু রটে ঘটে
জীবন সংসারে
রাগারাগি ঝগড়াঝাটি
দুখ সারে সারে।
--
উড়িয়ে দিয়ে দুখগুলো
মন খুলে হাসো
আশেপাশে সুন্দর দেখো
ভালো সব বাসো।
--
জীবনটা জড়িয়ে থাকে
মান অভিমান
তবু দেখো সবার জন্য
থাকে আত্মার টান।
--
ফুলের রঙে জীবন তোমার
রঙীনতরো হোক
ঘ্রাণে সাজুক মনটা তোমার
মুছে যাক সব দুখ।
--
পাতার মতো সবুজবরণ
সজীবতায় মন
কাটুক সময় সুখে দুখে
উচ্ছলতায় ক্ষণ।
--
এই যে হাসি এই যে কান্না
জীবন মেঘ রোদ্দুর
আমা হতে দূরে যাবে
তুমি আর কদ্দুর!!
বিষয়: বিবিধ
১৭৫৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতি আপনার কাছে জানতে চায়, আর 'তুমি' প্রাণীটা যদি এই কবিতাখান শুনতে পায়, খুশিতে নির্ঘাত আত্মহত্যা করবে।
বাহ! চমৎকার রঙ্গে রাঙ্গিয়েছেন।
তো এত দিন পালিয়ে কই ছিলেন?
এবার আর পালাবেন না তো!
কবে এরকম হলো ঝগড়া কোরেছেন আহহহহারেররররে
সোজাপথে হাটিয়ে,
একদম সোজা কোরে,
নিয়ে যাবো অনেননননেক দূরে।
ঘুমাপপপপপি এই চুরির জন্য হাঁত কাঁটা যাবে কি? তাহলেতো আমি শেষ আমার হাঁতটি বাঁচান বিশেষ কোরে আংগুল গুলো আমি ভদ্র ছেলে সত্য বলে দিই
এবার যদি অপি লাইনে আসে ।
তুমি আর কদ্দুর!
ততটা দুরে যাবে , যতটা গেলে
লুকোচুরি খেলা যায়
মন্তব্য করতে লগইন করুন