কালো কালো ধোঁয়া
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৯ অক্টোবর, ২০১৫, ০২:০৪:৩৩ দুপুর
উড়ছে ধোঁয়া শহরজুড়ে
কালো মেঘের মতো
ধূসর হলো গাছের সারি
সবুজ পাতা যতো।
বায়ূদুষণ হচ্ছে সদা
শহর নগর মোদের
ঘুমের ঘোরে আছে সবাই
জাগছে নাযে বোধের।
বাস ট্রাক গাড়ি সারি সারি
চলছে রাস্তার উপর
মেয়াদবিহীন গাড়ির মাথায়
কালোধোঁয়ার টোপর।
পুলিশ সার্জেন্ট অবিরত
দিচ্ছে রাস্তায় টহল
ঘোষের টাকায় করছে তারা
স্বর্গের মতো মহল।
পুলিশ চেকপোষ্টের পাশ দিয়ে
গাড়িগুলো হয় পার
দেখিনাতো কভু মোরা
করাতে গাড়ি দাঁড়।
হঠাৎ যদি গাড়ি দাঁড়ায়
পুলিশ দেখে কাগজ
মিথ্যায় মিথ্যায় চালকগুলো
ধূলাই করে মগজ।
নোট কয়টা পকেটে গুজে
পার পেয়ে যায় দিয়ে
ধোঁয়া উড়িয়ে ফের চালক
ছুটে গাড়ি নিয়ে।
কালো ধোঁয়ায় শহর আমার
বিষাক্ত গ্যাসে ছায়
সর্দিকাশি নানান ব্যাধি
ঝাপটে ধরেরে গায়।
এমন দেশের আইন কানুন
মিশে ধূলার সাথে
ঐক্য হয়ে কেউ ধরেনা
বন্ধু হয়ে হাতে।
কেউ দেখেনা দুর্দশা দেশের
স্বার্থ দেখে নিজের
মিল থাকেনা কথায় কারো
মিল থাকেনা কাজের।
এমন দেশটি ফিরে পাবো
আবার কোনদিন শুনি
সবুজ সুন্দর দেশটি পেতে
শুধু সময় গুনি।
অনেকেই আমার ছবিতার প্রেমে পোড়েছেন সবার ভালোবাসার দিকে খেয়াল রেখে একটি ছবিতা নিয়ে এলাম ছাবিতাকে ভালো লাগলে আমি খুশি
(কানে কানে এটিও কিন্তু ছুড়িকরা, ছবি আপপুর ছবিতা )
ছাবিতা এনে দিলাম আমি,
সবার কাছাকাচি,
এখন আমমমমি ছবিতা দিয়ে,
দাঁত কেলিয়ে হাঁসি
(৪লাইনের অরিজিনাল কবি: ছালসাবিল )
বিষয়: বিবিধ
১৮২৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
] ]
ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে
কালো মেঘের মতো
ধূসর হলো গাছের সারি
সবুজ পাতা যতো"
এটা কি বরফিত ধোঁয়া ????????????
কবিতা নিয়ে কিচচু বোললেন না গন্ধাপিপ আপপপপি
অনেক ধন্যবাদ ছোট্ট ভাইয়া ।
কবিতা সিরিয়াস আর ছবিতা ফাটাফাটি
শুকরিয়া
ছবির সাথে মিল আছে আছে আছে আছে
মন্তব্য করতে লগইন করুন