গোলাপ যেমন ফুটে থাকে
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৫ অক্টোবর, ২০১৫, ০৫:১৮:৪৮ বিকাল
গোলাপ যেমন ফুটে থাকে
হাসি দিয়ে গাছে
সুন্দর বিলায় অকাতরে
বিলিয়ে সে বাঁচে।
কাঁটায় কাঁটায় ঘেরা তার গা
কষ্ট বুঝি বুকে
কাঁটা বিঁধায় কভু কাউকে
তবু থাকে সুখে।
তার সুন্দরে মানুষ হাসে
কষ্ট যায় সুদূরে
হেসে থাকে ঝড় বৃষ্টিতে
অথবা রোদ্দুরে।
মানুষ তারে ভালবাসে
যত্ন নিয়ে চাষে
অপেক্ষাতে ফুটার আশে
যত্নে তারি পাশে।
হঠাৎ ভোরে কুঁড়ি ফোটে
গাছটি ভরে ভোরে
ফুল ফুটানোর সময় বুঝি
খুব বেশী নয় দূরে।
সূর্যের আলোয় ফুটে উঠে
একদিন হাজার গোলাপ
ঘ্রাণে মাতাল ভোরে দেখি
প্রজাপতির আলাপ।
সুন্দর দেখে চক্ষু মোদের
সুন্দরে ভরে প্রাণ
প্রজাপতি ভ্রমর আসে
নিতে গোলাপের ঘ্রাণ।
ক্ষণজন্মা গোলাপ আসে
অল্প আয়ূ নিয়ে
যেতে যেতে গোলাপ যায়যে
সুখ আনন্দ দিয়ে।
মানুষ আমরা আয়ূ অনেক
নিয়ে ধরায় আসি
নিজের লাগি পরে থাকি
নিজকে ভালবাসি।
বাঁচার জন্য আসিনি কেউ
থাকব নাকো ধরায়
নিজের জন্য করলে শুধু
জীবন জ্বলবে খরায়।
রাখবে নাতো হৃদে কারো
যাবো যে হারিয়ে
কেউ তখন ডাকবে না আমায়
দু'টো হাত বাড়িয়ে।
অন্যের জন্য করলে কিছু
মানুষ থাকে অমর
স্মরণ রাখে মানুষ তারে
মরেও সে উমর।
ভাল কাজের ফলাফলটা
ভালই তবে হয়রে
কাজের ফলের কোনোদিনো
হয়না কিন্তু ক্ষয়রে।
সুখি মানুষ জ্ঞানী মানুষ
বাঁচলে অন্যের জন্য
শ্রদ্ধার সাথে বেঁচে থাকো
অমরত্বে হও ধন্য।
আসসালামু আলাইকুম ধার নেয়া কবিতা নিয়ে হাজির আজকেও (এততত ভালো কবিতা, চুরি না করে পারলাম না-কানে কানে)
আপনাদের জন্য চুরি কোরলাম আপনারা আবার চোর বোলবেন না
বিষয়: বিবিধ
২৬১৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইচকে চোর ভাইয়া কে দেখি না অননননেক দিন অবশ্য আমি নিজেই অনিয়মিত
ভাল্লাক্সে
অন্নেক ধন্যবাদ আমাদেরকে শেয়ার করার জন্য।
দিন দিন তাহলে বড় মাপের চোর হয়ে উঠছেন...............ভাল ভাল..
মোন শুধু মোন চুরি করেছে
ওওও সেতো মুখ খোলেনি
আমি শুধু কবিতা চুরি করেছি
ওওওও মোন চুরি করিনি
আমি চোর নই গন্ধাপিপিপি
মন্তব্য করতে লগইন করুন