কিয়ামতের ফিতনাহ
লিখেছেন লিখেছেন ছালসাবিল ০৩ জুলাই, ২০১৫, ০৬:৪১:৫৬ সকাল
ফিতনা সমূহ পড়বে যে
বৃষ্টির মতো ভাই।
এই ফিতনা থেকে বেঁচে থাকার
উপায় জেনে যাই।
দ্রুত গতির ফিতনা হবে
সময় পাবেনা কেহ।
ঈমান, ইসলাম সবি যাবে
বাকি থাকবে শূন্য দেহ।
উকি দিলে ফিতনার দিকে
ধরবে তবে গলা চিপে।
ছারবেনা সে কখনই
উকি দাতাকে হায়।
ফিতনা গুলো এমন হবে
জাহান্নামের দরজা থেকে।
ডাকদিবে ফিতনা বাজ
পাগল যেন না হয়ে যাই।
ঘুমের কালে মুমিন হলে
সকাল বেলা কাফের সাজে।
সকাল বেলা মুমিন হলে
রাতে কাফের মিস নাই।
দুনিয়ার জন্য দ্বীনইসলামকে
বিলিয়ে দিবে ধ্বংস করে।
এই ফিতনা থেকে মোরা
আল্লাহর কাছে পানাহ চাই।
ঈমানটিকে ধরে রাখা
কঠিন হবে একা একা।
আংগার হাতে ধরার চেয়ে
ঈমান রক্ষা কঠিন হবে তাই।
ফিতনা থেকে বাঁচতে হলে
জ্ঞান অর্জন করো সবাই মিলে।
বাঁচার জন্য একটাই পথ
কুরআন, সুন্নাহ ভাই।
উৎস: বুখারী, মুসলিম, বুখারী, ইবনে মাজাহ, তিরমিযি, তিরমিযি, বাযযার, মুসলিম, মুসনাদে আহমাদ।
উৎসর্গ: স্পেশালি, ফাতিমা মারিয়াম আপপপপিকে। এবং সকল ব্লগার ভাইয়া ও আপপপি দের জন্য।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়াও! ওয়াও! ওয়াও! ডারলিং ডারলিং
শোনো তোমার আগুনের কিসের চিন্তা তুমিতো আগুনে সুন্দরী তোমার গাথেকে এমনিতেই আগুন বের হয়
আমার লেখায় কিন্তু কোথাও আগুন লেখা নেই তার মানে তুমি পোস্ট পড়ো নি আজকে বাসায় যেয়ে নেই তোমাকে পিটু দিতে হবে আচ্ছা করে পিটুর উপর ট্রিটমেন্ট নেই
ক্ষনিকাপপপপি
ভিশু ভাইয়াটা দেখছি ব্লগ থেকে এক্কেবারে হারিয়ে গেছে, খুব মিস করি উনাকে!
১. আপনার প্রফাইল পিক এর ব্যাবিটি কি আপনার?
২. জদি না হয় তাহলে ধার নিয়েছেন কোথা থেকে
৩. কেন ধার নিলেন?
৪. ধার না নিলে কি হতো?
ক্ষনিকা ডোন্ট এংগরি
বাকী প্রশ্নের উত্তর তো এখন নিষ্প্রয়োজন। তাই না?
আসলটি করলে আপনি সত্যি রাগ হয়ে যাবেন
শুনের ছালসাবিল ভাই,সকাল বিকাল ফিতনা হতে দুরে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন
আনননননননননটি
মন্তব্য করতে লগইন করুন