যেসব কাজে সিয়াম নষ্ট হয় না
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৫ জুন, ২০১৫, ০৭:৪৯:২৯ সকাল
যে সকল কাজে সিয়াম বিনষ্ট হয় নাঃ
(ক) ভুলক্রমে খাদ্য ও পানীয় গ্রহণ করে ফেললে সিয়াম ভঙ্গ হয় না। এরূপ কারো ঘটলে মনে পড়ার সাথে সাথে বিরত হবে এবং সিয়ামে বহাল থাকবে। তার জন্য ক্বাযা কাফ্ফারাহ্ কিছুই নেই।
(খ) যেসব ইনজেকশন দ্বারা খাদ্য ও পাণীয়ের কাজ হয়না, যেমন জ্বর, ব্যাথা, কাটা-পোড়া, ক্ষুধার কারণে নয় এমন দুর্বলতা ইত্যাদি রোগের জন্য যেসব ইনজেকশন করা হয় (পেশী, চামড়া বা শিরার ইনজেকশন) তাতে সিয়ামের কোন ত্রুটি হবে না, কারণ তা খাদ্য ও পাণীয়ের কাজ করেনা।
অনুরূপভাবে ডায়োবেটিসের জন্য ইনসুলিন ইনজেকশন, দাঁতের চিকিৎসার জন্য অবশ করার ইনজেকশন প্রভৃতির কারণেও সিয়ামের ক্ষতি হবে না।
(গ) মিলনের মাধ্যমে জুনবী হোক বা স্বপ্নদোষের মাধ্যমে- উভয় অবস্থায় গোসল না করেই সিয়ামের নিয়ত ও সাহূর গ্রহণ করতে পারবে, এতে সিয়ামের কোন ত্রুটি হবেনা। তবে ফজরের সালাতের পূর্বে অবশ্যই গোসল করে নিবে।
(ঘ) রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে, রোগ, ভয়-ভীতি বা মানসিক দুর্বলতার কারণে বির্যপাত হলে সিয়ামের কোন অসুবিধা হবে না।
(ঙ) ইচ্ছাকৃত নয় রোগের কারণে বমি হলে সিয়ামের কোন ত্রুটি হবে না।
(চ) ব্লাড টেষ্টের জন্য রক্ত দেয়া, দাঁত থেকে রক্ত বের হওয়া বা দাঁত উঠানোর সময় রক্ত বের হলে সিয়ামের ক্ষতি হবে না।
(ছ) স্ত্রীকে চুম্বন দেয়ার অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বিনা স্বাতন্ত্রতার সহিত এ সবের বৈধতা সাব্যস্ত হয়েছে। তবে ঐ লোকদের জন্য যারা কামপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে।
(জ) মলদার, লিঙ্গের ছিদ্র দিয়ে ঔষধ প্রবেশ করালে সিয়াম নষ্ট হবে না। এমনিভাবে পেটের ভিতর পাকস্থলীর বাইরে, মাথা ফেটে গেলে, মাথার ভিতর ঔষধ প্রবেশ করালে সিয়াম ভঙ্গ হবে না।
= চোখে কাজল ব্যবহার করলে, চোখে-কানে ঔষুধের ফোটা দিলে, হাপানী বা শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করা, নারীদের মেকআপ ব্যবহার প্রভৃতিতে সিয়াম নষ্ট হবে না
(ঝ) পানি দ্বারা কুলি করা ও নাকে পানি দিয়ে পরিস্কার করাতে সিয়ামের ত্রুটি হয়না। তবে বেশী করে গড়গড়া করে কুলি করবে না। এসব করতে যেয়ে নাক বা গলা দিয়ে কিছু প্রবেশ করলে সিয়াম নষ্ট বা মাকরুহ হবে না। বিভিন্ন ছাহাবী ও তাবেঈ থেকে এরূপ সাব্যস্ত হয়েছে।
(ঞ) পানি দ্বারা বেশী বেশী গোসল করলে, বা গরমের কারণে মাথায় বেশী বেশী পানি ঢাললে, সাঁতার কাটলে, পানিতে ডুব দিলে কোন অসুবিধা নেই।
আত্বর ও ফুলের সুগন্ধী নিলে বা মাখলে, তৈল, ক্রিম ইত্যাদি ব্যবহার করলে, শিথি করলে সিয়ামের কোন অসুবিধা হয়না।
গরগরা করার জন্য ঔষুধ ব্যবহার করলে, মেসওয়াক ও টুথপেষ্ট ব্যবাহর করলে, থুথু বা কফ গিলে ফেললে সিয়ামের কোন ক্ষতি হবে না।
(চ) মহিলারা খানা পাকানোর সময় তরকারীর বিভিন্ন অবস্থা যাচায়ের জন্য জিহবা দ্বারা পরীক্ষা করতে পারে।
সংগ্রিহীত
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল'হামদুলিল্লাহ ! সুন্দর পোস্ট দিয়েছেন ।
অনেক ধন্যবাদ
সকল কাজ নিয়তের উপর নির্ভর করে।
হুমম, বুঝলাম। নতুন্ করে মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ.............।
মন্তব্য করতে লগইন করুন