নো দুষ্টুমি
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৮ জুন, ২০১৫, ১২:৫২:৫৩ দুপুর
দুষ্টুমিকে প্যকেট করে,
ব্যাগের ভিতর রাখলাম,
রমাযানের রোজাকে,
আকড়ে রইলাম।
-
রমাযানের ফাজিলাত পেতেচাই আমি যে,
সেজন্যইতো দুষ্টুমিকে করলাম বিদায় হে।
সাওম হলো ঢাল স্বরুপ,
ইমান দারের জন্য।
-
ভাংবোনা সেই ঢাল আমি,
দুষ্টুমির জন্য।
সাওয়াব পাবো আমি,
একাজের জন্য।
-
যদিও আমি কারো সাথে,
দুষ্টুমি করতে চাই।
আমাকে তখন স্বরণ করাবেন,
তুমি সাওম পালন করছো ভাই।
-
সাওম পালন করবো আমি,
রসুল (সা) ও তার সহাবার (রা) অনুসরণে,
পুরস্কার পাবো আমি,
আমার রবের কাছেতে।
-
দুষ্টুমির দরজা আজি হতে বন্ধ,
নো দুষ্টুমি ভালো হও,
এটিই আমার জন্য।
_______>
সবাইকে অনেক ধন্যবাদ। আবার আসবেন আমার ব্লগ পড়তে। যেতে নাহি দিবোহায় তবু যেতে দিতে হয়।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
«إِذَا كَانَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الرَّحْمَةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
“রমযান মাস আসলে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নমের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়”।
«إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ».
“শয়তান ও দুষ্ট জিন্নদেরকে রমযান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না, খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। (এ মাসে) একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অন্বেষণকারী! অগ্রসর হও। হে পাপাসক্ত! বিরত হও। আর বহু লোককে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ থেকে থাকে।
«أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ»
“তোমাদের নিকট রমযান উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। তোমাদের ওপরে আল্লাহ তা‘আলা অত্র মাসের সাওম ফরয করেছেন। এ মাস আগমনের কারণে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ী পরানো হয়। এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃত বঞ্চিত রয়ে গেল।
শেষ দিকে এসে কিন্তু ঠিকই দুস্টুমির ছোয়া দিয়ে গেলেন !!!!!!!!!!!!!
তাই নোটেশ, একমাসের জন্য নিশ্চিন্ত রইলাম
আপনার ওখানে কত ঘন্টা রোজা থাকতে হবে
মন্তব্য করতে লগইন করুন