ইমাম আল-আওযাঈ (রহ)
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৯ মে, ২০১৫, ০৮:১১:৪৫ রাত
ইমাম আল-আওযাঈ, ইমাম আবু হানিফার সময়ের একজন বিশিষ্ট আলেমে দ্বীন হাদীসের ইমাম।
ইয়াহইয়া আল-কাত্তান (রহ) ইমাম মালিক (রহ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমার কাছে একদিন আল-্আওযাঈ, আস-সাওরী, আবু হানিফা (রহ) একত্র হন। আমি বললাম, আপনি তাদের মধ্যে কাকে অগ্রাধিকার প্রদান করেন। তিনি বললেন, "আল-আওযাঈ" (রহ) কে।
মুহাম্মাদ ইবন আজলান (রহ) বলেন, আমি আল-আওযাঈ থেকে মুসলিমানদের জন্য অধিক উপদেশ প্রদানকারী আর কাঊকে দেখিনি।
একদিন এক মহিলা আল-আওযাঈ (রহ) এর স্ত্রীর ঘড়ে প্রবেশ করেন ও দেখেন, যেচাটাইয়ে আল-আওযাঈ (রহ) সালাত আদায় করেন তা ভিজা। মহিলাটি তাকে বললেন, সম্ভবত শিশুটি এখানে প্রস্রাব করেছে! আল-আওযাঈ (রহ) এর স্ত্রী বললেন, এটা আমার স্বামীর অশ্রুর চিহ্ন যা সিজদার ক্রন্দনের কারণে হয়ে থাকে। ( আমারি কান্না আসতেছে)
ইমাম আল-আওযাঈ যখন মারা যান তখন তার কাছে মাত্র সাতটি দীনার ছিলো। যা ছিলো তার দাফন করার আনুষাঙ্গিক খরচ। তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ফকীর-মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন।
ইমাম আল-আওযাঈ (রহ) বেশি বেশি ইবাদত করতেন ও উত্তমরুপে সালাত আদায় করতেন। তিনি ছিলেন পরহিযগার, ইবাদাতগুযার এবং অধিক মৌনতা অবলম্বন কারী। তিনি বলতেন, যে ব্যাক্তি রাতের সালাতে দীর্ঘক্ষন দন্ডায়মান থাকবেন আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দীর্ঘক্ষন দন্ডায়মান থাকাকে সহজ করে দিবেন। এ তথ্যটি আল্লাহ তা'আলার কথা থেকেই নেয়া হয়েছে (সুরা ইনসান: ২৬-২৭)
আল-ওয়ালীদ ইবন মুসলিম (রহ) বলেন, ইবাদাত গুযারীতে আল-আওযাঈ (রহ) থেকে অধিক সচেষ্ট আমি আর কাউকে দেখিনি।
আল্লাহ ইমাম আল-আওযাঈ (রহ) এর উপর রহম করুন আমীন।
আপনারা কি জানতেন ইমাম আল-আওযাঈ (রহ) এর জীবনি?? ওনার অনেক সুন্দর সুন্দর কওল আছে। মুসলিম জাহানে যে কতত মনিষী আছে, ইয়া আল্লাহ! আমরা কততজনের খবর রাখি
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উত্তম মানুষের উত্তম জীবনী। আল্লাহ আমাদের অন্যের ভালো টা অনুসরণ করার তৌফিক দিন
আপপপি, শেষ দুষ্টুমি
যতটুকু সীরাহ থেকে পেলাম উনি একজন তাবে -তাবেয়ীন!উনার সম্পূর্ন নাম- আব্দুর রহমান বিন আমর ওরফে ইমাম আওযাঈ (৮৮-১৫৭ হিঃ)।
জাযাকাল্লাহু খাইর!
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম আমল করার তৌফিক দান করুন..............।
মন্তব্য করতে লগইন করুন