কিছু ফুল
লিখেছেন লিখেছেন ছালসাবিল ০১ এপ্রিল, ২০১৫, ১২:৫৪:৩৬ দুপুর
আমার আপপপুর রাজকুমারীর নিজের হাতে তোলা কিছু ফুলের ছবি। সকল ব্লগারদের জন্য।
আপপপু আসার আগে পালাই , কেননা ফুলের ছবি গুলো চুরি করেছি
বিষয়: বিবিধ
২২৬৮ বার পঠিত, ৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা সেই বাগানের ছবি।
আমার নিজ হাটে ছেড়া ফুল......!!!
পাল তোলা যে জাহাজটা দেখতেছেন এটাও কিন্তু একটা ফুল , এর নাম May flower
http://en.wikipedia.org/wiki/Mayflower
এটা সেই বাগানের ছবি।
তবে আর একটা স্পেশ্যালিটি চুরির আইডিয়া আছে সেটা হচ্ছে "মন চোর" একজনের টা তো চুরি করবোই
এটা সেই বাগানের ছবি।
সত্যি করে বলেন তো আপন কে?
ফাতিমা আপুর বারান্দার ফুল আপনি চুরি করে এনে ব্লগে দিলেন, দাঁড়ান কালকেই আপনার বিচার হবে ! শাস্তি নির্ধারন করবেন ফুলের বাঘানর মালিক ফাতিমা আপু!
সুন্দর চুরি করা ফুল পোস্টের জন্য শুকরিয়া!
খুবচেনা চেনা, মুখখানি আমার
লাগছে আপনার যে, লাগছে আপনার যে,
যেন কোথায় দেখেছি, যেন কোথায় দেখেছি,
আরে পরছে না মনে....নে, পড়ছেনা মনে..নে।
____________>
আপনার ব্লগে কততততত কমেন্টস কোরলাম সেখানেই আপনি আমাকে দেখেছেন
আপপু যে কোন চুরির শাস্তি আমি মাথা পেতে নিবো কিন্তু একটা শস্তি নিতে পারবো না আর সেটা হচ্ছে_____ স্বরম লাগছে বলতে
______>
ফাতিমা আপপপু কে ভয় পাইনা
আপনাকে অনেননননেক শুকরিয়া আপপপু।
ফাতিমা আপপু আসলেও
কোন রখম চিন্তা নাই
এটা সেই বাগানের ছবি।
ভালবাসার ফুল হলে ধন্যবাদ।
এগুলো আমার আপপপুর রাজকুমারীর নিজ হাতে তোলা বারান্দার বাগানের ফুল। অনেক মূল্যবান এবং দারুন এপ্রিল ফুল কোন মুসলিম পালন করে বলে আমার জানা নাই ভাইয়া
এটা সেই বাগানের ছবি।
মন্তব্য করতে লগইন করুন